রবিবার, ২৪ জানুয়ারী, ২০১৬, ০১:৩৮:৪০

চলে গেলেন প্রখ্যাত চলচ্চিত্র ব্যক্তিত্ব কে এম আর মঞ্জুর

চলে গেলেন প্রখ্যাত চলচ্চিত্র ব্যক্তিত্ব কে এম আর মঞ্জুর

বিনোদন ডেস্ক : বাংলা চলচ্চিত্রের প্রখ্যাত প্রযোজক ও পরিবেশক কে এম আর মঞ্জুর আর নেই। শনিবার দিনগত রাত আড়াইটার দিকে হাসপাতালে নেয়ার পথে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

জানা গেছে, রাতে তিনি হঠাৎ করে অসুস্থ দহয়ে পরেন। এরপর তাকে দ্রুত রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিলো। কিন্তু পথিমধ্যেই তিনি মারা যান। এর আগে তিনি রাজধানীর ইউনাইটেড ও অ্যাপোলো হাসপাতালে চিকিৎসা নিয়েছিলেন।

মঞ্জুরের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন প্রযোজক-পরিবেশক সমিতির উপদেষ্টা কমিটির যুগ্ম আহ্বায়ক খোরশেদ আলম খসরু।

খোরশেদ আলম খসরু বলেছেন, ‘মঞ্জুর ভাই বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন। গতকাল রাতে হঠাৎ তার শরীরের রক্তচাপ মারাত্মক হারে কমে যায়। এরপর তাকে উত্তরার বাসা থেকে ইউনাইটেড হাসপাতালে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়। কিন্তু মাঝপথেই তিনি মারা যান। এরপর গাড়ি ঘুরিয়ে তাকে উত্তরার বাংলাদেশ মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। সেখানেই কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

খসরু জানিয়েছেন, কে এম আর মঞ্জুরের দুই ছেলে ও তিন মেয়ে। সন্তানেরা দেশের বাইরে আছেন। তারা দেশে আসার পরই তার মরদেহ দাফন করা হবে। এর আগ পর্যন্ত কে এম আর মঞ্জুরের মরদেহ বারডেম হাসপাতালের হিমঘরে রাখা হবে। এফডিসিতে মঙ্গলবার তার মরদেহ আনা হবে।
২৪ জানুয়ারি, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে