বিনোদন ডেস্ক: প্রয়াত বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের ম্যানেজার দিশা সালিয়ার মৃত্যু একটা দু'র্ঘ'ট'না। বুধবার এমনটাই জানিয়ে দিল সিবিআই। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঠিক পাঁচ দিন আগেই মা'রা যান দিশা।
সুশান্তের মৃত্যুর খবর সামনে আসতে অনেকেই দিশার ঘটনার সঙ্গে সুশান্তের মৃত্যুকে জড়িয়ে নানা খবর ছড়াতে থাকেন। তবে ত'দ'ন্তে নেমে সিবিআই জানতে পারে দুটি ঘটনার সঙ্গে কোনও যোগসূত্র নেই। বুধবার সেই তদ'ন্তের উপর ভিত্তি করেই সিবিআই জানিয়ে দেয় ব্লিন্ডিংয়ের ১৪ তলা থেকে পড়েই মৃত্যু হয়েছে দিশার। এটি একটি দু'র্ঘ'টনা।
২০২০ সালে ৭ এপ্রিলের পর ১৪ জুন। মুম্বাইয়ের ফ্ল্যাট থেকে সুশান্ত সিং রাজপুতের ঝুলন্ত দেহ উ'দ্ধার হয়। প্রায় এক সপ্তাহ আগে ৮ জুন দিশা সালিয়ানের মৃত্যুর খবর প্রকাশ্যে আসে। মালাডের বহুতলের নিচে দিশার র'ক্তা'ক্ত দেহ উ'দ্ধার হয়। প্রাথমিক তদ'ন্তের পর পুলিশের অনুমান, বহুতল থেকে ঝাঁ'প দিয়ে আ'ত্ম'হত্যা করেছেন দিশা।
ঘটনার পর থেকেই সুশান্ত ও দিশাকে নিয়ে অনেক গুঞ্জন রটেছে। তাতে সূরজ পাঞ্চোলির নামও জড়িয়েছে। শোনা গিয়েছিল, দিশার গর্ভে সূরজের সন্তান ছিল। সুশান্ত নাকি দিশাকে সূরজের থেকে দূরে থাকতে বলেছিলেন। তা নিয়ে দুই তারকার মধ্যে মনোমালিন্য ছিল।
যাবতীয় গুঞ্জন নস্যাৎ করে সূরজ জানান, জীবনকালে দিশার সঙ্গে তার কোনওদিনও সাক্ষাৎ হয়নি। অনলাইন নি'গ্র'হের বি'রু'দ্ধে থানায় অভিযোগও জানিয়েছিলেন সুরজ। সুশান্তের বাবার এফআইআরের ভিত্তিতে করা বিহার পুলিশের মামলা মুম্বাইয়ে স্থানান্তরিত করার আবেদন জানিয়েছিলেন রিয়া।