রবিবার, ২৪ জানুয়ারী, ২০১৬, ০২:৪৬:১০

সৃজিত-জয়ার প্রেম, গুঞ্জন নাকি সত্যি?

সৃজিত-জয়ার প্রেম, গুঞ্জন নাকি সত্যি?

সীমান্ত প্রধান : অনেকদিন ধরেই গুঞ্জন চলছে কলকাতার নির্মাতা সৃজিত মুখোপাধ্যায়ের সাথে বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসানের প্রেম। এমনকি তারা বিয়েও করবেন! এগুঞ্জন এখন ঢাকাতে যতটা না, তার থেকে বেশি কলকাতাতে।

সম্প্রতি আনন্দ প্লাসকে দেয়া একটি সাক্ষাৎকার পর্বের একটি অংশেও এমন গুঞ্জনের আভাস পাওয়া গিয়েছে। তবে স্পষ্ট করে কোন উত্তর দেন নি জয়া।

এরমধ্যে ঢাকার নিবাস ছেড়ে কলকাতাতেই স্থায়ি নিবাস গড়ার চেষ্টায় আছেন জয়া। সে লক্ষ্যে কলকাতার যোধপুর পার্কে একাই একটি ফ্লাটে থাকছেন এই অভিনেত্রী।

জয়া যখন বাংলাদেশে থাকেন তখন প্রায় সময় সৃজিত ফোন করেন। তবে এ বিষয়ে জয়ার স্পষ্ট জবাব, ‌‘ও তো বন্ধু, আমাকে ফোন করতেই পারে’।

শুধু তাই নয়, গত বছর কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালের পার্টিতেও সৃজিতের সাথেই গিয়েছিলেন জয়া আহসান। সেখানে দু’জনকে একসঙ্গে দেখে অনেকেই কানাঘুষা করেছিলেন।

এছাড়াও অভিনেতা পরমব্রত জয়ার ফোন নাম্বার নিয়েছিলেন বলেও এ নিয়ে সৃজিতের সাথে পরমব্রতের মন কষাকষিও হয়েছিল বলে ওই সাক্ষাৎকারটিতে প্রকাশ করা হয়। তবে জয়া এ ব্যাপারে কিছুই জানেন না বলেই জানিয়েছেন।

সৃজিত জয়া আহসানকে বিয়ে করতে চেয়েছিলেন। এমন এক প্রশ্নে জয়া জানিয়েছেন, ‘আমাকে বিয়ে করতে চেয়েছিল কি না জানি না। তবে ও জিজ্ঞেস করেছিল, কবে আমি বিয়ে করব? বা বিয়ে নিয়ে আমার মত কী? এই আর কী...’।

শুধু কি তাই? জয়ার প্রসঙ্গ টেনে সৃজিতকে কেউ কিছু জিজ্ঞেস করলেই সৃজিত একদম তেলে-বেগুনে জ্বলে উঠছেন। যা সকলের মাঝেই একটা বিরাট প্রশ্ন।

এছাড়াও ঢাকা ছেড়ে কলকাতায় একা একটি ফ্লাটে থাকার পিছনেই বা কি কার! এ নিয়েও আছেন নানা জল্পনা। তবে কেউ কেউ মনে করেন, সৃজিতের সাথে জয়া আহসানের সম্পর্কটা শুধুই বন্ধুত্বের নয়। হয় তো তারা এখনই কিছু স্বীকার করতে চাচ্ছেন না। তবে পুরো ব্যাপারটা জানার জন্য আরও কিছুটা সময় অপেক্ষা করতেই হতে পারে।
২৪ জানুয়ারি, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে