বিনোদন ডেস্ক: কখনও তাঁর অনুরাগীদের হতাশ করেন না শুভশ্রী গঙ্গোপাধ্যায়। তাঁর এক একটি লুকে সবাইকে তাক লাগিয়ে দেন। সৌন্দর্য, টোনড ফিগার দেখে বেসামাল হয়ে পড়েন অনুরাগীরা। কত পুরুষ হৃদয়ে যে ঝড় ওঠে! অভিনেত্রীর স্টাইলিং যে অসাধারণ, তা অস্বীকার করা যায়? শুভশ্রী গঙ্গোপাধ্যায় যখন শাড়িতে সাজেন, তখন তিনিই যেন অপরূপা।
আবার তিনি যখন পশ্চিমী বোল্ড পোশাক(Bold Dress) পরেন, তখন তাঁর দিক থেকে চোখ সরানো যায় না। সবরকমের আউটফিটেই শুভশ্রী অপূর্ব! চমৎকারভাবে নিজের এই লুক স্টাইল করেন অভিনেত্রী। সম্প্রতি একটি সাটিন সবুজ শার্টে(Green Shirt) নতুন লুকের ছবি শেয়ার করেছেন শুভশ্রী। অভিনেত্রীর অপরূপ সৌন্দর্য ফুটে উঠেছে। যার প্রশংসা করতেই হয়। আপনি দেখেছেন সেই ছবি? এবার হট লুকে ধরা খেলেন শুভশ্রী!
একটি সামান্য সবুজ শার্টেও যে এরকম হট লুক উপহার দেওয়া যায়, তা শুভশ্রী আরও একবার প্রমাণ করে দিয়েছেন। এই গ্রিন শার্টে এমন স্টাইলিং করেছেন যে, অভিনেত্রীর থেকে কোনওভাবেই চোখ ফেরানো যায়নি। উপচে পড়েছে হটনেস।
দুর্দান্ত এই সাজ থেকে নানা ফ্যাশন টিপস নিতে পারেন আপনি। কারণ, এই পার্টির মরশুমে আপনাকে অফিস পার্টিতেও যোগ দিতে হতে পারে, সেই সময়ে এই ধরনের আউটফিটে সাজতেই পারেন। সবার নজর কিন্তু আপনার দিকেই থাকবে।
শুভশ্রী গঙ্গোপাধ্য়ায় একটি সাটিনের শার্ট পরেছেন। ভীষণ স্মার্ট এই লুকটি স্টাইল করেছেন সন্দীপ স্যান্ডি সাহা। এলিগেন্ট এই আউটফিটে বেশ ক্লাসি দেখাচ্ছে অভিনেত্রীকে। তাঁকে দেখলেই নানা ফ্যাশন টিপস পেতে পারেন আপনি।
সে জন্যই নজর দিতে হবে স্টাইলিংয়ের খুঁটিনাটির দিকে। শুভশ্রীর এই সাটিন শার্টটি বেশ ভালো। এতে বাটন ডিটেলিং দেখা যাচ্ছে। কলার ডিটেলিংও রয়েছে। শার্টটি কোনও অংশেই রিভিলিং নয়। তাই এতটা স্মার্ট দেখাচ্ছে অভিনেত্রীকে। এই শার্টের ফুল স্লিভটিও বেশ আকর্ষণীয়।
এই শার্টের সঙ্গে আইভরি হোয়াইট স্ট্রেট প্যান্ট স্টাইল করেছেন অভিনেত্রী। যা বেশ ভালো মানিয়েছে। একইসঙ্গে শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের শার্ট-প্য়ান্টের এই কনট্রাস্ট ডিটেলিং নজর কেড়েছে। প্রশংসা করার মতোই। শুভশ্রীর মতো স্ট্রেট প্যান্ট আপনিও কালেকশনে রাখতে পারেন।
কারণ, এই ধরনের প্যান্ট সহজেই অফিসে পরে যেতে পারেন আপনি। দেখতেও ভালো লাগে। এছাড়া এরকম কোনও লুক ক্রিয়েট করতে পারেন। এই ধরনের প্যান্ট এখন কিন্তু ট্রেন্ডিং।
সাটিন শার্টটিতে বেশ ভালো দেখাচ্ছে অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে। তাঁর দিক থেকে চোখ সরাবেন কীভাবে? এখন যদিও মনোক্রম্যাটিক কো-অর্ড বাজার কাঁপাচ্ছে। কিন্তু অভিনেত্রীর মতো কনট্রাস্ট ড্রেসিংও বেশ ক্লাসি। আপনি চাইলেই স্টাইল করতে পারেন।
এই আউটফিটের সঙ্গে মানানসই মেকআপ ও হেয়ারস্টাইলও করেছেন অভিনেত্রী। শুভশ্রী মাঝে সিঁথি করে চুল খোলা রেখেছেন। হালকা ওয়েভি হেয়ারে বেশ দেখাচ্ছে তাঁকে। তাঁর হেয়ারস্টাইল করেছেন শর্মিষ্ঠা। শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের মেকআপ করেছেন বাবুসোনা সাহা।
এই আউটফিটের সঙ্গে মানানসই অ্যাকসসেরিজে রাউন্ড আপ করেছেন তিনি। শুভশ্রী পরেছেন গোল্ডেন হুপ ইয়াররিংস ও পেনডেন্ট নেকলেস। তাঁর বাম হাতে রয়েছে রিস্ট ওয়াচ। সব মিলিয়ে ভীষণ এলিগেন্ট তাঁর এই সাজ। আপনার কেমন লাগল? কমেন্টে জানাতে ভুলবেন না।