বিনোদন ডেস্ক : বলিউডের বহুল প্রতিক্ষীত ‘দিলওয়ালে’ ছবিটি মুক্তি পাওয়ার পর এক সাক্ষাৎকারে শাহরুখ খান বিরক্ত প্রকাশ করেছিলেন। এবার একইভাবে কাজলও ছবিটি নিয়ে বিরক্ত প্রকাশ করেছেন।
এ ছবিতে দীর্ঘ পাঁচ বছর পর বলিউড কিং শাহরুখের বিপরীতে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী কাজল। ছবিটি মুক্তির আগে যতোটা প্রত্যাশা তৈরি করেছিল মুক্তির পর তার সিকিভাগও আলোচিত হয়নি। এ জন্যই এ জুটি বিরক্ত হয়েছেন।
অনেকেই ‘দিলওয়ালে’কে একটি দুর্বল গল্পের চিত্রনাট্য বলে আখ্যায়িত করেছেন। এ নিয়ে সিনেমা করায় শাহরুখ-কাজল জুটির সমালোচনা করেছেন। আর একই কারণে রোহিত শেঠির ‘দিলওয়ালে’ নিয়ে ব্যাপক বিরক্ত অভিনেত্রী কাজলও!
গেণ বছর ডিসেম্বরের ১৮ তারিখে মুক্তি পেয়েছিল শাহরুখ-কাজল জুটির ‘দিলওয়ালে’। রোহিত শেঠির নির্মাণে ছবিটি ভারতের বক্স অফিসে প্রত্যাশা অনুযায়ি মোটেও ভালো করেনি। যা রোজগার হয়েছে, তা যুক্তরাজ্য জার্মান এবং মধ্যপ্রাচ্যের বাজার থেকে।
শাহরুখ খানও ছবিটির ব্যর্থতার দায় স্বীকার করে কথা বলেছিলেন। তিনি স্বীকার করেছিলেন, ‘দিলওয়ালে’ নিয়ে পুরো হতাশ তিনি। বিশেষ করে ভারতীয় দর্শকদের কাছে ছবিটি বিশেষ গ্রহণযোগ্যতা তৈরি করতে পারে নাই।
এদিকে সম্প্রতি এক সাক্ষাৎকারে সম্প্রতি অভিনেত্রী কাজল এই বিষয়ে খোলাখুলি কথা বলেন। তিনি বলেছেন যে, শাহরুখের মত ‘দিলওয়ালে’ ছবিটি তাকেও হতাশ করেছে। তিনি অবশ্য হতাশার কারণ হিসেবে ছবিটির চিত্রনাট্যের সমালোচনা করেন। বলেন, এটি একটি দুর্বল ছবির চিত্রনাট্য।
এছাড়াও কাজল বলেছেন, এই ছবিতে কাজ করার জন্য তিনি কিছুটা অনুতপ্ত বলেও উল্লেখ করেন। কারণ, একই সময়ে তার হাতে মেধাবী নির্মাতা সুজয় ঘোষের ‘দুর্গা রানী সিং’- ছবিতে কাজের প্রস্তাব ছিল, যে ছবিটি নারীকেন্দ্রীক। এখন সে চরিত্রটি করছেন ‘দ্য ডার্টি পিকচার’ খ্যাত অভিনেত্রী বিদ্যা বালান।
২৪ জানুয়ারি, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন