রবিবার, ২৪ জানুয়ারী, ২০১৬, ০৪:৪৯:৪৬

তানভীর শাহিনের গানে মডেল মাহি

তানভীর শাহিনের গানে মডেল মাহি

বিনোদন ডেস্ক : `সখিরে সখিরে...’ খ্যাত জনপ্রিয় কণ্ঠশিল্পী তানভীর শাহিনের মিউজিক ভিডওর মডেল হচ্ছেন এবার সামিরা খান মাহি।

‘আমায় ছেড়ে একা একা’ শিরোনামের এই গানটির মিউজিক ভিডিও তৈরি করছেন নির্মাতা শুভব্রত সরকার। আগামী ২৩ ও ২৪ জানুয়ারি বি.এফ.ডিসি’তে গানটির দৃশ্যধারণ হবে।

‘আমায় ছেড়ে একা একা’ শিরোনামের এ গানটি তানভীর শাহিনের দ্বিতীয় একক অ্যালবাম ‘মনের ঘর’ এ প্রকাশিত হয়েছিলো। গানটি শ্রোতাদের মাঝে বেশ আলোড়ন সৃষ্টি করে। যার ধারাবাহিকতায় এই মিউজিক ভিডিও নির্মাণ করা হচ্ছে।

তানভীর শাহীন জানিয়েছেন, ‘এর আগে আমার বেশ কয়েকটি গানের ভিডিও শ্রোতা দর্শক দেখেছেন। তারা আমার গান পছন্দ করেছেন। তাদের ভালোলাগার জন্যই নতুন এই গানটি নির্মাণের উদ্যোগ নিয়েছি। আশাকরি দর্শকের ভালোলাগবে।
২৪ জানুয়ারি, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে