বিনোদন ডেস্ক : অনেক বছর ধরেই চলচ্চিত্রে ব্যস্ততা নেই আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্র অভিনেত্রী ববিতার। অনেকটা ইচ্ছে করেই চলচ্চিত্রে ব্যস্ততা তিনি কমিয়ে দিয়েছেন।
বর্তমানে তিনি বছরের অর্ধেকটা সময়ই কাটান কানাডাতে। সেখানে তার একমাত্র ছেলে অনিক রয়েছেন। এরফলে তিনি তেমনভাবে গণমাধ্যমের মুখোমুখিও হতে পারেন না।
এদিকে আজ রোববার রাতে জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী এই অভিনেত্রীকে পাওয়া যাবে একটি টিভি সাক্ষাৎকারে।
‘অন্তরঙ্গ ববিতা’ শিরোনামে এই সাক্ষাৎকারটি চ্যানেল আইয়ের জন্য উপস্থাপনা ও নির্মাণ করেছেন চলচ্চিত্র সাংবাদিক আবদুর রহমান। আজ রোববার (২৪ জানুয়ারি) রাত ৯টা ৩৫ মিনিটে অনুষ্ঠানটি প্রচার হবে চ্যানেল আইতে।
এখানে ববিতা বলবেন তার জীবনের সুখ-দুঃখ, সাফল্য আর রোমাঞ্চকর গল্প গাঁথা। এতে থাকছে তার জীবনের স্মরণীয় স্মৃতি ও অভিজ্ঞতা।
২৪ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন