মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২, ০৭:৩৯:০৪

এশিয়ার সবচেয়ে ১০ সুন্দরীর তালিকা প্রকাশ

এশিয়ার সবচেয়ে ১০ সুন্দরীর তালিকা প্রকাশ

বিনোদন ডেস্ক: ২০২২ সালে সবচেয়ে সুন্দরী এশিয়ান মহিলাদের মধ্যে শীর্ষে রয়েছেন ইয়ায়েল সেলবিয়া। ২২ বছরের ইয়ায়েল ইতিমধ্যেই টিসি ক্যান্ডলার দ্বারা বিশ্বের সবচেয়ে সুন্দর মুখ হিসাবে তকমা পেয়েছেন।

দ্বিতীয় রাওয়ান বিন হুসেন যিনি তার শরীরের রূপান্তরের জন্য বিখ্যাত এবং তিনি তার চেহারা এবং মডেলিং শৈলীর জন্য পরিচিত। ইনস্টাগ্রামে তার বিশাল ফ্যান ফলোয়িং রয়েছে। তৃতীয় তুরস্কের সুন্দরী হ্যান্ডে এরসেল ইতিমধ্যেই সবার দৃষ্টি আকর্ষণ করে ফেলেছেন। তার সৌন্দর্য্য থেকে চোখ ফেরানো যায় না।

শুধু ভারতেই নয়, প্রিয়াঙ্কা চোপড়া হলিউডেও নিজের ছাপ ফেলতে সফল হয়েছেন। তিনি মডেল, অভিনেত্রীর পাশাপাশি একজন মোটিভেশনাল বক্তাও। এশিয়ার সুন্দরীদের মধ্যে চর্তুথ প্রিয়াঙ্কা চোপড়া।

পঞ্চমে থাকা সিলভিয়া করটেসি মডেল তথা তিনি ২০২২ সালে মিস ইউনিভার্স ফিলিপাইনের খেতাব জয় করেন। ফিলিপিনোতে জন্ম হলেও ২৪ বছরের সিলভিয়া ইতিমধ্যেই তার রূপের কারণে বিশ্বজুড়ে তিনি চর্চিত।

২০২২ সালে সবচেয়ে সুন্দর ও আকর্ষণীয় মহিলা হিসাবে ষষ্ট স্থানে হয়েছেন জনপ্রিয় ভারতীয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। ২০১৩ সালে পিপল ম্যাগাজিন ইন্ডিয়াতে সবচেয়ে সুন্দরী মহিলার হিসাবে দীপিকা পাড়ুকোনের নাম উঠে আসে। 

দক্ষিণ কোরিয়ার গায়িকা, ডান্সার, অভিনেত্রী–মডেল ও স্পোকমডেল ইয়ুনা এশিয়ান সুন্দরীদের মধ্যে সপ্তম স্থানে। ৫ বছরের বেশি প্রশিক্ষণের পর ইয়ুনা ২০০৭ সালের আগাস্টে গার্লস গ্রুপ গার্লস জেনারেশনের সদস্য হন।

অষ্টমে রয়েছেন ঐশ্বরিয়া রাই বচ্চন। সৌন্দর্য্য এবং নীল চোখ ঐশ্বর্য রাইকে এশিয়ার সবচেয়ে সুন্দরী মহিলাদের মধ্যে একজন করে তুলেছে। সাবেক বিশ্ব সুন্দরী এখন সংসার করার পাশাপাশি মাঝে মধ্যে সিনেমাতে কাজ করছেন।

নবম স্থানে ভারতের জাতীয় ক্রাশ লাস্যময়ী রাশ্মিকা মান্দানা। রাশ্মিকা এখন পুরো ভারতের ফিল্ম ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা পাকা করে নিয়েছে। দক্ষিণের ইন্ডাস্ট্রির পাশাপাশি বলিউডেও দারুণভাবে জনপ্রিয় রাশ্মিকা মান্দানা।

দশম স্থানে ২০১৭ সালের বিশ্বসুন্দরী মানুষী চিল্লার। ২০১৭ সালে মিস ওয়ার্ল্ডের খেতাব জিতেছিলেন ভারতের মডেল-অভিনেত্রী মানুষী চিল্লার। তার বলিউডে ডেবিউ ছবির নাম ‘পৃথ্বীরাজ’। বিপরীতে ছিলেন অক্ষয় কুমার।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে