বিনোদন ডেস্ক : বলিউড বাদশাহ শাহরুখ খানের সাথে চাইলে আপনিও করতে পারবেন ভিডিও চ্যাট। ভক্তদের আরও কাছে আসার জন্য এই কিং খান সম্প্রতি ‘ফেম’ নামে একটি ভিডিও সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন। এর মাধ্যমেই বাদশাহ ভক্তদের সাথে শেয়ার করবেন নিজের ভালো লাগা, মন্দ লাগা।
শাহরুখ খানের মতে, আজ তিনি বলিউডে জনপ্রিয় হয়েছেন ভক্তদের কারণেই। ভক্তরাই তাকে দিয়েছে বলিউডের বাদশাহর খেতাব। যার কারণে তিনি সোশ্যাল মিডিয়ার মাধ্য ভক্তদের সঙ্গে একটা নিয়মিতই যোগাযোগ রক্ষা করেন।
এদিকে, ভিডিউ চ্যাটের মাধ্যমে বরাবরের মতো এবারও তিনি উত্তর দেবেন ভক্তদের অফুরন্ত প্রশ্নের। ভাগ করে নেবেন ভক্তদের সঙ্গে তার জীবনদর্শন। তাদের সঙ্গে কথা বলবেন। তাদের কথা শুনবেনও।
তবে সমালোচকদের ধারণা, এ সবই নাকি শাহরুখ খানের একটা নতুন প্রচারণার অংশ। তার বেশি আর কিছুই নয়। টাকার জন্য অভিনেতা এই ভাবে জনপ্রিয় করতে চাইছেন সামাজিক ভিডিও ফোরাম ‘ফেম’কে।
শাহরুখ খান জানিয়েছেন, ‘সোশ্যাল মিডিয়ায় এমনিতেই সবার সঙ্গে যোগাযোগ রাখাটা খুব সহজ হয়। ‘ফেম’ এবার সেই একই কাজ ভিডিওর মাধ্যমে করার ব্যবস্থা নিয়ে এল। ব্যাপারটা নিঃসন্দেহে দারুণ!
তিনি বলেন, ‘ফেম’ এর মাধ্যমে আপনারা আমাকে আমার টুইটার @iamsrk অ্যাকাউন্টেই পাবেন। আসুন, গল্প করা যাক।’
২৪ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন