বিনোদন ডেস্ক : আবারও সংবাদ শিরোনামে উঠে আসলেন বলিউড বাদশাহ শাহরুখপুত্র আরিয়ান খান ও বলিউডের শাহেন শাহ অমিতাভ বচ্চনের নাতনি নভ্যা নাভেলি।
সম্প্রতি আরিয়ান খানের জন্মদিন বেশ ঘনিষ্ঠভাবে অমিতাভ বচ্চনের নাতনি নভ্যা নাভেলিকে দেখা গিয়েছে। আর ঘনিষ্ঠ আরিয়ান ও নভ্যা কিছু ছবি সামাজিক যোযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা মুহুর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়।
এর আগে আরিয়ান খান ও নভ্যা নাভেলি বেশ আলোচনায় এসেছিলেন একটি বিতর্কীত ভিডিও নিয়ে। যা ছিলো রীতিমত বোম ফাটানোর মত।
বর্তমানে আরিয়ান ও নভ্যা নাভেলির সম্পর্ক বেশ গাঢ়। এতে অনেকেই মনে করছেন তাদের দু'জনের মধ্যে বিশেষ কোন সম্পর্ক রয়েছে।
উল্লেখ্য বাদশাহপুত্র ও শাহেনশাহ নাতনি লন্ডনে একই স্কুলে পড়েন। অনেকের মতে বলিউড ভবিষ্যতে তাদের নতুন জুটি হিসেবে পেতে পারেন বলেও মনে করছেন।
২৪ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন