রবিবার, ২৪ জানুয়ারী, ২০১৬, ০৯:০১:৩৪

সালমান খান নিজেই স্বীকার করলেন!

সালমান খান নিজেই স্বীকার করলেন!

বিনোদন ডেস্ক : বলিউড সুপারস্টার সালমান খানের সঞ্চালনায় রিয়ালিটি শো ‘বিগ বস'-এ মঞ্চে নানা নময়ে নানা তারকাকেই দেখা গিয়েছে। অনেক তারকাকে দেখা গিয়েছে নিজের সিনেমার প্রচার চালাতে। সালমানের সাথে বিচ্ছেদের পর থেকে এই পথে হাঁটতে দেখা যায়নি সালমানের সাবেক প্রেমিকা ক্যটরিনা কাইফকে। কিন্তু রণবীর কাপুরের সঙ্গে সম্পর্কের ভাঙার পর থেকেই সালমানের সাথে ঘনিষ্ঠতা বাড়তে দেখা গিয়েছে। আর সেই সূত্র ধরে সালমানের পরিচালনায় ‘বিগ বস'-এর মঞ্চে হাজির হতেও দেখা গেল এই নায়িকাকে।

কালার্স টিভিতে প্রচারিত সালমান খানের পরিচালনায় রিয়ালিটি শো ‘বিগ বস-৯'-এর চূড়ান্ত পর্বে ‘ফিতুর' ছবির সহ অভিনেতা আদিত্য রায় কাপুরকে সঙ্গে নিয়ে হাজির হতে দেখা গেল ক্যাটরিনাকে। আর এই সুযোগে সালমানও সঙ্গ ছাড়া ক্যাটরিনাকে জানিয়ে দিলেন তার মনের কথা। সালমান বলেন, ক্যাটরিনার জন্য তিনি না কি এখনো পাগল হয়ে আছেন।

ক্যাটরিনা কাইফকে মঞ্চে দেখেই যেন নিজের মাথা ঠিক রাখতে পারেন নি তিনি। এক নাগারে ক্যাটরিনার প্রশংসা করতে থাকেন। ‘বিগ বস-৯'-এর চূড়ান্ত পর্বের প্রতিযোগীদের উদ্দেখ্য করে তিনি বলেন, ‘আজ আপনারা ক্যটরিনার দিকে দেখুন। মাত্র ১৬ বছর বয়সে বলিউড ইন্ডাস্ট্রিতে এসেছিলেন। পরিশ্রম করে আজ নিজেই নিজের অবস্থান তৈরি করেছেন। বলিউডকে এই পর্যন্ত দিয়েছেন অনেক কিছু। তাই আজ তার জন্য পুরো ভারত পাগল, তার সাথে আমিও।’

উল্লেখ্য, বলিউড হিরো রণবীর কাপুর আর হিরোইন ক্যাটরিনা কাইফের বিচ্ছেদের হয়েছে কিছুদিন হয়ে গিয়েছে। তবে রণবীরের সাথে প্রায় ছয় বছরের এই মধুর সম্পর্ক থাকা কালিন কখনো সালমানের সাথে ঘনিষ্ঠ সময় কাটাতে দেখা যায়নি ক্যাটরিনাকে। এমকি কোন ছবিতেও অভিনয় করতে দেখা যায়নি এই দুই তারকাকে। শোনা যাচ্ছে, রণবীরকে ভুলে থাকতেই নাকি ক্যাটরিনা কাইফ বর্তমানে কাজ নিয়ে অনেক ব্যস্ত সময় কাটাচ্ছে। ব্যক্তিগত জীবনের সমস্যাকে নিজের পেশাদারী জীবনে কোন প্রকার প্রভাব ফেলতে দিচ্ছেন না তিনি।
২৪ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে