রবিবার, ২৪ জানুয়ারী, ২০১৬, ০৯:৫৯:২২

দিল্লিতে গিয়ে নিরাপদ বোধ করছেন না আমির!

দিল্লিতে গিয়ে নিরাপদ বোধ করছেন না আমির!

বিনোদন ডেস্ক : কিছু দিন আগেই দিল্লি সরকার আপত্তি তুলেছিল বলিউড সুপারস্টার আমির খানের বাকস্বাধীনতার বিষয় নিয়ে! তার পরেই কি ভারতের রাজধানী দিল্লিতে গিয়ে নিরাপত্তার অভাব বোধ করছেন আমির খান? তার আগে যে প্রশ্নটা আসে- কেন দিল্লি গেলেন আমির? হ্যাঁ, আমির খান দিল্লি গিয়েছেন নতুন ছবি 'দঙ্গল'-এর শুটিংয়ের কাজে!

কুস্তিগীর মহাবীর ফোগাতের জীবন অবলম্বনে তৈরি হচ্ছে দঙ্গল ছবিটি। আর তাই ভারতের নয়াদিল্লির তালকোটরা স্টেডিয়ামে এখন 'দঙ্গল' সিনেমাটির শুটিং চলছে কুস্তিগীর মহাবীর ফোগাতের কুস্তির দৃশ্যে। ফলে, এখন একটানা দিল্লিতেই থাকছেন এ নায়ক।

অপরদিকে, দিল্লিতে এখন পড়েছে হাড়-কাঁপানো কনকনে শীত! তাপমাত্রা নেমে গিয়েছে হিমাঙ্কের নিচে। ফলে, খুব একটা নিরাপদ এবং স্বচ্ছন্দ বোধ করছেন না আমির!

কারণটা, ঠান্ডা লাগার ভয়! এমনিতেই অনেকটা ওজন বাড়িয়ে ফেলায় স্বাস্থ্যের উপর একটা চাপ তার পড়েছেই! ডাক্তাররাও বলেছেন তাকে সাবধানে থাকতে!

তাই সারাক্ষণ একগাদা শীতবস্ত্র পরেই এখন ঘুরে বেড়াতে হচ্ছে মিস্টার পারফেকশনিস্টকে! অন্য কোনও ভয় তার নেই! সে যতই পুলিশ এবং সরকার তার নিরাপত্তারক্ষীর সংখ্যা কমিয়ে দিন না কেন!
২৪ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে