বিনোদন ডেস্ক : করণ জোহর, কাজলের পরে এবার কঙ্গনা রানৌত। বাক-স্বাধীনতা, বাক-সংযম, সহিষ্ণুতা বিষয়ে যখন তোলপাড় গোট ভারত, সেই সময়ে মুখ খুললেন বলিউডের রানি কঙ্গনা রানৌত।
সম্প্রতি ‘সালা খড়ুশ’-এর এক স্পেশাল স্ক্রিনিংয়ে এসে কঙ্গনা জানান, আমরা এমন একটা দেশে থাকি, যেখানে একাধিক ভাষা এবং সংস্কৃতি রয়েছে। তাই, সবার ভাবনা-চিন্তা যে একই রকমের থাকবে, এর কোনও মানে নেই।
একই সঙ্গে কঙ্গনা জানান, ভারতের মতো গণতান্ত্রিক দেশে নিজের মতামত জানানোর অধিকার রয়েছে সবারই। কিন্তু কারও ব্যক্তিগত মতামত কখনওই ক্ষতিকারক হতে পারে বলে মনে করেন না ‘কুইন’ কঙ্গনা।
২৪ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই