বিনোদন ডেস্ক : বিয়ে করলেন নাটক ও চলচ্চিত্র নির্মাতা আলভী আহমেদ ও লাক্স তারকা যূথী। ২৩ জানুয়ারি পারিবারিকভাবেই এ বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।
গত শনিবার অফিসার্স ক্লাবে বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন বাংলাদেশের স্বনামধন্য তারকারাও।
এই নবদম্পতিকে স্বাগত জানাতে উপস্থিত হয়েছিলেন অভিনেতা শহীদুজ্জামানে সেলিম, চিত্রনায়ক শিপনমিত্র, নওশীন, পরিচালক সৈকত নাসিরসহ আরও অনেকে।
জানা যায়, ২০০৬ সাল থেকে যূথীর সঙ্গে পরিচয় আলভী আহমেদের। এরপর বন্ধুত্ব। এবার সেই বন্ধুত্ব থেকেই একসঙ্গে জীবন পার করতে যাচ্ছেন তারা।
যুথী অভিনয়ের পাশাপাশি আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে শিক্ষকতা করছেন। পাশাপাশি নরওয়ের একটি বিশ্ববিদ্যালয় থেকে এমফিল শেষ করেছেন। আর আলভী আহমেদ সর্বশেষ নির্মাণ করেন ‘ইউটার্ন’ চলচ্চিত্র। -প্রিয়
২৫ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ/এসএস/এসবি