সোমবার, ২৫ জানুয়ারী, ২০১৬, ০৯:০৪:১৪

এবার অপু বিশ্বাসের ‘মা’

এবার অপু বিশ্বাসের ‘মা’

বিনোদন ডেস্ক : ‘মা’ শিরোনামে নতুন আরও একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। কালাম কাউসারের পরিচালনায় এই ছবিতে অপুর নায়ক যথারীতি শাকিব খানই থাকছেন।

আগামী ২৭ জানুয়ারি থেকে বিএফডিসিতে ছবিটির শুটিং শুরু হবে বলে জানিয়েছেন নির্মাতা।

ছবির গল্পটি একজন ‘মা’কে কেন্দ্র করেই গড়ে উঠেছে। ‘মা’ নিয়ে নির্মিত ছবিতে অভিনয়ের ‍সুযোগ পেয়ে বেশ আপ্লুত অপু বিশ্বাস।

তিনি বলেছেন, ‘গেল সপ্তাহে ছবিটিতে কাজের জন্য চুক্তিবদ্ধ হয়েছি। যখন শুনলাম মাকে ঘিরেই এ ছবির গল্প। আর অন্য কোনো কিছুই দেখিনি। কাজটি করতে রাজি হয়েছি।’

অপু জানিয়েছেন, ‘মাকে নিয়ে গল্প হলেও বাণিজ্যিক ছবি হিসেবে এ ছবির গল্পে নায়ক-নায়িকার অবস্থানকেও অনেক গুরুত্ব দেয়া হয়েছে’।
২৫ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে