বিনোদন ডেস্ক : সম্প্রতি প্রকাশিত হয়েছে শফিক তুহিনের কথা ও সুরে জেমস-এর কণ্ঠে গাওয়া ‘বিধাতা’ শিরোনামের একটি গান। যা ইতিমধ্যেই বেশ আলোচনায় চলে আসছে। এ গানটি ‘সইটহার্ট’ চলচ্চিত্রে স্থান পাচ্ছে।
জানা গেছে, ‘আমি আকাশের কাছে জানতে চাই, কি আমার অপরাধ, আমি পৃথিবীর কাছে জানতে চাই, কেন এ জীবন বরবাদ’-এমন কথায় সাজানো গানটি ইউটিউবে প্রকাশ পাওয়ার পর এ পর্যন্ত দুই লাখেরও বেশি শ্রোতা তা উপভোগ করেছেন। এ নিয়ে বেশ উচ্ছ্বাসিত সংশ্লিষ্টরা।
এর আগে শফিক তুহিনের সুরে ‘দেশা দ্য লিডার’ ছবিতে জেমসের গাওয়া ‘দেশা আসছে’ গানটিও ভালো প্রশংসা পেয়েছিল শ্রোতামহলে। তারও আগে অডিও অ্যালবামে তুহিনের লেখা জেমসের একাধিক গান শ্রোতাপ্রিয়তা পেয়েছে।
সেই ধারাবাহিকতায় এবার ‘বিধাতা’ গানটির মাধ্যমে নতুন করে আলোচনায় এলেন জেমস।
২৫ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন