সোমবার, ২৫ জানুয়ারী, ২০১৬, ১১:৪৩:৫০

নাচলেন শাহরুখ, নাচালেন মহিলা পুলিশদেরও

নাচলেন শাহরুখ, নাচালেন মহিলা পুলিশদেরও

বিনোদন ডেস্ক : ভারতে সম্প্রতি অনুষ্ঠিত হলো উমাঙ্গ পুলিশ শো ২০১৬-এ। জমকালো এই অনুষ্ঠানে এসেছিলেন বলিউড বাদশাহ শাহরুখ খান। তার উপস্থিতিতে যেন প্রাণবন্ত হয়ে উঠেছিলো পুরো অনুষ্ঠানটি।

জানা গেছে, উমাঙ্গ পুলিশ শো ২০১৬তে বলিউড কিং শাহরুখ খান মঞ্চে বেশ ধামাক্কা দেখিয়েছেন। শুধু ধামাক্কাই নয়, তিনি নেচেছিলেন মহিলা পুলিশকর্মীদের সঙ্গে। যা ছিলো সত্যি উপভোগ্য। মহিলা পুলিশ কর্মীরাও শাহরুখকে পেয়ে যার পর নাই উচ্ছ্বসিত। তারাও নেচেছেন স্বপ্নের নায়কের সাথে তালে তাল মিলিয়ে।
২৫ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে