সোমবার, ২৫ জানুয়ারী, ২০১৬, ০১:২৩:১৬

ক্যাটরিনাকে কি ‘স্পেশাল গিফট’ দিলেন সালমান?

ক্যাটরিনাকে কি ‘স্পেশাল গিফট’ দিলেন সালমান?

বিনোদন ডেস্ক : রণবীরের সঙ্গে ক্যাটরিনার বিচ্ছেদ নিয়ে গুঞ্জনের কোন কমতি নেই। এরমধ্যে খবর রটেছে আবারও নাকি সালমান ক্যাটরিনা কাছাকাছি চলে আসছেন। এ নিয়ে জল্পনা।

তবে এত জল্পনার মধ্যে সালমান নাকি কি একটা স্পেশাল গিফট দিয়েছেন ক্যাট সুন্দরীকে। যা নিয়ে বলিউডজুড়ে চলছে নানা আলোচনা। প্রশ্ন উঠছে, ক্যাটরিনাকে কি এমন গিফট দিলেন সালমান খান?

সম্প্রতি বিগ বসের মঞ্চে হাজির ছিলেন ক্যাটরিনা-সহ টিম ‘ফিতুর’। ওই ছবিতে আদিত্য রয় কাপুরের চরিত্রটি একজন পেন্টারের। সালমান মঞ্চে দাঁড়িয়ে আদিত্যকে ক্যাটরিনার ছবি আঁকতে অনুরোধ করেন।

রিল লাইফের পেন্টার রিয়েল লাইফে এই প্রস্তাবে বেশ অস্বস্তিতে পড়েন। ঠিক তখনই এই সুযোগ লুফে নেন ভাইজান। মঞ্চে দাঁড়িয়ে এঁকে দেন প্রাক্তন প্রেমিকার পোর্টেট। এমনকী তিনি এও বলেন, ‘ক্যাটরিনার মতো শক্ত মনের মানুষ আমি খুব কম দেখেছি। ইন্ডাস্ট্রিতে আমি ওর স্ট্রাগলের সাক্ষী।’ এর পর নিজের আঁকা ক্যাটরিনাকে উপহার দেন সালমান।

এই ঘটনার পরই রণবীরের সঙ্গে ক্যাটরিনা সম্পর্কের ভাঙনের কারণ হিসেবে আরও বেশি করে উঠে আসছে সালমান খানের নাম। যদিও এ ব্যাপারে প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি নায়ক বা নায়িকা কেউই।
২৫ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে