বিনোদন ডেস্ক : মুক্তি পেয়েছে বলিউডের খিলাড়িখ্যাত অভিনেতা অক্ষয় কুমার অভিনীত ছবি 'এয়ারলিফট'। ছবিটি মুক্তির প্রথম দিনেই বক্স অফিসে বাজিমাত করেছে। শুক্রবার মুক্তি পাওয়া এ ছবিটি প্রথম দিনেই আয় করে নিয়েছে ১২ কোটি ৩৫ লাখ রুপি।
১৯৯০ সালের ইরাক-কুয়েত যুদ্ধের সময় ভারতীয়দের উদ্ধারের গল্প নিয়েই মূলত তৈরি করা হয়েছে এ ছিবিটি। সিনেমার বিষয়ে বলিউডের বাণিজ্য বিশ্লেষক তরুণ আদর্শ জানিয়েছেন, মুক্তির প্রথম দিনেই দর্শকদের কাছ থেকে ভালো সাড়া পেয়েছে ছবিটি। সপ্তাহ শেষে এই আয় দ্বিগুণ হতে পারে।
রাজা কৃষ্ণা মেনন পরিচালিত সিনেমাটিতে অভিনয় করেছেন অক্ষয় কুমার, নিমরাত কৌর, ফেরইয়ান ওয়াজহির, পুরব কোহলি প্রমুখ।
২৫ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন