সোমবার, ২৫ জানুয়ারী, ২০১৬, ০২:৪৫:৫২

শুটিংয়ে গিয়ে অভিনেত্রীর মৃত্যু

শুটিংয়ে গিয়ে অভিনেত্রীর মৃত্যু

বিনোদন ডেস্ক : শুটিং স্পটেই মৃত্যু হলো মালায়লাম চলচ্চিত্রের জিনপ্রিয় অভিনেত্রী কল্পনা রঞ্জনীর। হায়দ্রাবাদে একটি শুটিং স্পটে আজ সোমবার সকালে হৃদযন্ত্রে ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫১ বছর।

সূত্র জানায়, একটি সিনেমায় অভিনয় করতে হায়দ্রাবাদে অবস্থান করছিলেন অভিনেত্রী কল্পনা। কিন্তু আজ সোমবার সকালে হঠাৎ করেই হার্ট অ্যাটাক হয় তার। দ্রুত এমন অবস্থায় তাকে অ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় এই জনপ্রিয় অভিনেত্রীর।

উল্লেখ্য, কল্পনা রঞ্জনী ১৯৮৩ সালে একজন শিশু অভিনেত্রী হিসেবে অভিনয়ের জগতে পা রাখেন। এরপর বহু সিনেমায় তিনি নায়িকা হিসেবেও অভিনয় করেন। ভারতের দক্ষিণী সিনেমার অন্তত ৩০০টিরও অধিক সিনেমায় অভিনয় করেন কল্পনা।
২৫ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে