সোমবার, ২৫ জানুয়ারী, ২০১৬, ০৩:০১:১৪

দেশে ফিরছেন শাবানা

দেশে ফিরছেন শাবানা

বিনোদন ডেস্ক : সব কিছু ঠিকঠাক থাকলে ৫ ফেব্রুয়ারি ঢাকায় ফিরছেন বাংলা চলচ্চিত্রের নন্দিত অভিনেত্রী শাবনা। এমনটাই জানিয়েছেন শিল্পী সমিতির সাধারণ সম্পাদক অমিত হাসান।

এদিকে সম্প্রতি গুজব রটে শাবান মারা গেছেন। যা নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমেও হৈ চৈ পড়ে যায়। তবে শেষ পর্যন্ত এ গুজব গুজবেই থেকে যায়।

এদিকে মৃত্যুর গুজব নিয়ে অমিত হাসান জানিয়েছেন, হঠাৎ করেই গুজব ছড়ায়, শাবানা ম্যাডাম মারা গেছেন। পরিচিতজনদের অনেকে এ ব্যাপারে নিশ্চিত হতে ফোন করেন। এরপর রাতেই শাবানা ম্যাডামের খুব কাছের কয়েকজন আত্মীয়ের সঙ্গে আমার কথা হয়েছে। তারা আমাকে নিশ্চিত করেছেন, শাবানা ম্যাডাম ভালো আছেন। তাদের সঙ্গে ম্যাডামের নিয়মিত যোগাযোগ আছে। এমনকি তাঁরা আমাকে এ-ও জানালেন, ফেব্রুয়ারিতে ঢাকায় আসছেন শাবানা ম্যাডাম।’

প্রসঙ্গত, একটি অনলাইন পোর্টালের খবরের বিভ্রান্তিকর শিরোনাম থেকে শাবানার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে।

বাংলা চলচ্চিত্রে একসময় প্রচণ্ড প্রতাপ নিয়ে কাজ করেছেন শাবানা। ১৯৯৭ সালে শাবানা হঠাৎ চলচ্চিত্র-অঙ্গন থেকে বিদায় নেওয়ার ঘোষণা দেন। এরপর তিনি আর নতুন কোনো চলচ্চিত্রে অভিনয় করেননি। ২০০০ সালে শাবানা সপরিবারে চলে যান যুক্তরাষ্ট্রে।
২৫ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে