বিনোদন ডেস্ক : গেলবছর বলিউডের ইতিহাস সৃষ্টি করেছিল ‘বাজরাঙ্গি ভাইজান’। সর্বমহল থেকেই ব্যাপক প্রশংসা কুড়িয়েছিলো এই ছবিটি। এবার গেলো বছরের সকল ছবি পিছনে ফেলে বাজরাঙ্গি ভাইজান জিতে নিলেন স্ক্রিন অ্যাওয়ার্ড।
এখন পর্যন্ত ভারতের বিভিন্ন বার্ষিক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে এককভাবে সবচেয়ে বেশি প্রভাব দেখিয়েছে সুপারস্টার অভিনেতা সালমান খান অভিনীত এই ছবিটি।
তার ধারবাহিকতায় গতকাল ভারতে অনুষ্ঠিত স্ক্রিন অ্যাওয়ার্ডেও যথারীতি বাজারিঙ্গ ভাইজানেরই দখলে। এককভাবে ছবিটি সবচেয়ে বেশি ক্যাটাগরিতে মনোনিত হয়েছিল।
১২ শাখায় প্রতিযোগিতা বিভাগে লড়ে অবেশেষে ৬টি শাখায় বিজয়ী হয়েছে ছবিটি। এ বছর সবচেয়ে বেশি পুরস্কার পেয়েছে ‘বাজরাঙ্গি ভাইজান’। তারপরেই আছে বাজিরাও মাস্তানি, পিকু এবং দম লাগাকে হেইসা।
স্ক্রিন অ্যাওয়ার্ড-এর পূর্ণ তালিকা নিন্মরূপ:-
সেরা অভিনেতা-
অমিতাভ বচ্চন: পিকু এবং রণবীর সিং: বাজিরাও মাস্তানি
সেরা অভিনেত্রী-
দীপিকা পাড়ুকোন: পিকু
সেরা পরিচালক-
কবীর খান: বজরঙ্গি ভাইজান
সেরা সহ-অভিনেতা-
নওয়াজউদ্দিন সিদ্দিকী: বজরঙ্গি ভাইজান
সেরা সহ-অভিনেত্রী-
প্রিয়াঙ্কা চোপড়া: বাজিরাও মস্তানি
পপুলার চয়েস:
সেরা অভিনেতা- শাহরুখ খান(দিলওয়ালে)
সেরা অভিনেত্রী- দীপিকা পাডুকোন(বাজিরাও মাস্তানি)
সেরা ছবি-বজরঙ্গি ভাইজান
জুরি অ্যাওয়ার্ড:
সেরা অভিনেতা-
ইরফান খান- পিকু
সেরা অভিনেত্রী-
কল্কি কোয়েচলিন- মার্গারিটা উইথ এ স্ট্র
সেরা ছবি-
তলওয়ার
সেরা জুটি:
শাহরুখ খান-কাজল: দিলওয়ালে
সেরা চাইল্ড আর্টিস্ট:
হর্ষালি মালহোত্রা- বজরঙ্গি ভাইজান
আজীবন সম্মাননা:
ঋষি কাপুর
সেরা কাহিনি:
বজরঙ্গি ভাইজান
স্পেশাল ইফেক্ট:
বাজিরাও মস্তানি
সেরা সংলাপ:
পিকু
২৫ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন