সোমবার, ২৫ জানুয়ারী, ২০১৬, ০৪:১৯:০২

মিশার চোখে শাকিব খানই সেরা

মিশার চোখে শাকিব খানই সেরা

বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমায় বর্তমানে ভিলেন হিসেবে এক নাম্বারে আছেন মিশা সওদাগার। আর এই এক নাম্বার ভিলেনের মতে ঢাকাই সিনেমার এক নাম্বার নায়ক হচ্ছে শাকিব খান।

সম্প্রতি মিশা সওদাগর একটি স্যাটেলাইট চ্যানেলে লাইভ ইন্টারভিউতে ওই সব কথা বলেন।

এছাড়াও তিনি বলেছেন, শাকিবের পরে বাপ্পী ও সায়মনের সম্ভাবনা রয়েছে। এছাড়া অনন্ত একজন প্রযোজক হিসেবেই পারফেক্ট।
 
মিশা সওদাগর বলেন, ‘পরিসংখ্যান করলেই বেরিয়ে আসবে যে, অনন্ত’র মোস্ট ওয়েলকাম থেকেই সফলতা শুরু। কারণ সে ছবিতে আমি ছিলাম। পরিপূর্ণ ফিল্মি ব্যাপার ছিল। এছাড়া একজন প্রযোজক হিসেবে তিনি পারফেক্ট। তার ছবির গান থেকে শুরু করে ফাইট অনেক উন্নত হয়। কারণ তিনি সেই সব খরচে কোনো কমতি করেন না। তাই এই ইন্ডাষ্ট্রির জন্য প্রযোজক অনন্তকে প্রয়োজন রয়েছে।’
 
শাকিব প্রসঙ্গে মিশা বলেছেন, শাকিব খান হলো, রিয়েল হিরো। ও হাসলে দর্শকেরা হাসে, ও কাঁদলে দর্শকেরা কাঁদে।

এই খল অভিনেতা আরও বলেন, এই ৩০ বছরের ক্যারিয়ারে অনেক চরিত্রে কাজ করেছি। কিন্তু এখন মেথর এর চরিত্রে কাজ করতে চাই। একেবারে সমাজের নিম্নশ্রেনীতে আমি বুঝতে চায়, নিজেকে উপস্থাপন করতে চেই।

তবে মিশা সওদাগর আরিফিন শুভর মাঝেও বেশ সম্ভাবনা দেখছেন। তার মতে, শুভ’র অনেক ভুল বা খামখেয়াল আছে। তবে ও সেগুলো তার বয়সের সাথে সাথে কাটিয়ে উঠতে পারলে শুভ’র দারুণ সম্ভাবনা রয়েছে।
২৫ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে