সোমবার, ২৫ জানুয়ারী, ২০১৬, ০৫:৫০:১৯

জয়া-সৃজিতের মাঝে কিছু চলছে : শাকিব খান

জয়া-সৃজিতের মাঝে কিছু চলছে : শাকিব খান

বিনোদন ডেস্ক : সম্প্রতি ঢালিউডে বেশ আলোচনা চলছে বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসান ও কলকাতার নির্মাতা সৃজিত মুখার্জীকে নিয়ে চলছে নানা গুঞ্জন।

এই গুঞ্জনের মধ্যেই ঢাকাই সিনেমার শাকিব খান বললেন, ‘আমি আগেই ভেবেছিলাম জয়া-সৃজিতের মাঝে কিছু চলছে’।

জয়া ও সৃজিত প্রসঙ্গে শাকিব খান একটি গণমাধ্যমকে বলেন, ‘যেদিন সৃজিতের একটি টকশোতে আরেক নির্মাতা সৃজিত আর জয়াকে নিয়ে টিপ্পনী কেটেছিল, সেদিন থেকেই বুঝেছিলাম জয়া-সৃজিতের ভেতরে কিছু একটা চলছে’!

শাকিব খান আরও বলেন, ‘এরপর অবশ্য আমি মজা করে জিজ্ঞেসও করি, ও (জয়া) শুধু মুচকি হাসি দিয়েছিল। তাতেই অনেক কিছু বুঝা যায়। অবশ্য আমি এরকম ব্যক্তিগত কারো বিষয়ে বেশি আলাপে বিশ্বাসী নই। কারণ জয়া কার সাথে প্রেম করবে তা একান্তই ওর ব্যাপার। তা ভেবে আমার কি লাভ?’
২৫ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে