বিনোদন ডেস্ক : এ যেন রূপকথার গল্পকেও হার মানাবে। অথবা বর্তমান সময়ের সঙ্গে মানানসই এক অসাধারণ বাস্তব ঘটনা। কারণ, অনেকেই বলে থাকেন, ফেসবুক এবং সোশ্যাল মিডিয়া এসে নাকি সম্পর্কের অনেক বিচ্ছেদ হচ্ছে। কিন্তু এ কথাও স্বীকার করতে হবে এই সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণেই অনেক সম্পর্কের জােড়াও লেগেছে! তার সবথেকে ভালো উদাহরণ বোধহয় এ ঘটনাটি।
কারণ, গায়িকা ইভানেজলিনা গত কয়েকমাস ধরেই ফেসবুকে চ্যাট করছিলেন তার ফেসবুক বন্ধু ডারেল ফ্যাসির সঙ্গে। ডারেলের পেশিবহুল শরীর দেখেই নাকি তার প্রেমে পড়ে গিয়েছিলেন ইভানেজলিনা। তবে দুজন দুজনক শুধু ছবিই দেখেছিলেন। সামনা-সামিন কখনোই তাদের দেখা হয়নি।
এবার তাই উড়ে গিয়েছিলেন দেখা করতে। এ সম্পর্ককে জােলাগতে প্রায় সাড়ে তিন হাজার মাইল উড়ে গিয়েছেন এই নায়িকা। বিমান থেকে টোরেন্টো এয়ারপোর্টে নেমেই দেখতে পান প্রেমিক ফ্যাসি দাঁড়িয়ে আছেন। আর দেখামাত্রই একে অপরকে জড়িয়ে ধরে বলেছিলেন, 'হ্যাঁ, আমি তোমাকে অনেক ভালোবাসি এবং বিয়ে করতে চাই। দুজনেরই মনের কথা যেন এক হয়ে গেল। ফ্যাসিও বলে পেললো আমি এখানেই তোমাকে বিয়ে করতে চাই। এখনই করব!' ব্যাস, করে ফেললেন দুজন বিয়ে।
গায়িকা ইভানেজলিনার বয়স ৩৯ বছর আর তার স্বামীর বয় ৩৭ বছর। তাতে কি বয়সটা আসলে কোন বিষয়ই নয়। আসল বিষয়টি হলো মনের মিল। তারা একে অপরকে জীবন সঙ্গী হিসবে পেয়ে এখন খুবই খুশি। আর পরিকল্পনা করছেন, এবার হানিমুনটা সেরে আসার বিষয়ে। তবে কাথায় হানিমুনের সময় কাটাবেন সেই বিষয়ে এখনো কিছু জানা যায়নি।
২৫ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই