বিনোদন ডেস্ক : ভারতে আজ সোমবার ঘোষণা করা হয়েছে সম্মানজনক পদ্ম পুরস্কার বিজয়ীদের নাম। এ তালিকায় এবার স্থান পেয়েছেন, চিত্রনায়ক রজনীকান্ত, বাহুবলি পরিচালক এসএস রাজামৌলি, অনুপম খের, অজয় দেবগন এবং প্রিয়াঙ্কা চোপড়া।
সংস্কৃতি, শিল্প, সামাজিক কর্মকাণ্ড, জন কল্যাণ, বিজ্ঞান-প্রযুক্তি, বাণিজ্য, চিকিৎসা, শিক্ষা, খেলাধুলাসহ অন্যান্য শাখায় বিশেষ অবদান রাখার জন্য প্রতি বছর পদ্মবিভূষণ, পদ্মভূষণ এবং পদ্মশ্রী এই তিনটি ক্যাটাগরিতে প্রদান করা হয়।
এরমধ্যে এ বছর পদ্মবিভূষণ সম্মাননা পাচ্ছেন, রজনীকান্ত, মিডিয়া ব্যক্তিত্ব রামোজি রাও, সাবেক জে অ্যান্ড কে গভর্ণর জাগমোহন এবং আধ্যাত্মিক গুরু শ্রী শ্রী রবি শঙ্কর।
এছাড়া পদ্মভূষণ পুরস্কার পাচ্ছেন, প্রবীণ অভিনেতা অনুপম খের, সংগীতশিল্পী উদিত নারায়ণ, বিনোদ রাই, মঞ্চব্যক্তিত্ব হেইসনাম কানাইলাল, ভারতে যুক্তরাষ্ট্রের সাবেক দূত রবার্ট ডি ব্ল্যাকউইল, ব্যাডমিন্টন এবং টেনিসি তারকা সাইনা নাওয়াল ও সানিয়া মির্জা এবং ইন্দু জেইন অব বেনেট, কোলম্যান অ্যান্ড কোং।
অপরদিকে পদ্মশ্রী পুরস্কার পাচ্ছেন, বলিউড অভিনেতা অজয় দেবগন, অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া, বাহুবলি পরিচালক এসএস রাজামৌলি এবং আইনজীবী উজ্জ্বল নিকাম।
পদ্মবিভূষণ পুরস্কার পাচ্ছেন দক্ষিণী মেগাস্টার রজনীকান্ত। তিনি ছাড়াও এ বছর সর্বোচ্চ এই পদ্ম সম্মান পাচ্ছেন মিডিয়া ব্যারন রামোজি রাও, জম্মু ও কাশ্মীরের প্রাক্তন রাজ্যপাল জগমোহন ও ধর্মীয় গুরু শ্রী শ্রী রবিশঙ্কর। মরণোত্তর পদ্মবিভূষণের জন্য মনোনীত হয়েছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠাতা ধীরুভাই আম্বানির নামও। পদ্ম পুরস্কার প্রাপকের তালিকায় রয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া, অজয় দেবগণ-সহ বলিউডের অন্যান্য তারকারাও।
এ বছরের পদ্ম তালিকা ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। ক্লাসিক্যাল ড্যান্স বিভাগে পদ্মবিভূষণের জন্য মনোনীত হয়েছেন যামিনী কৃষ্ণমূর্তি ও গিরিজা দেবী। প্রবীণ অভিনেতা অনুপম খের, বলিউডের গায়ক উদিত নারায়ণ ও প্রাক্তন সিএজি বিনোদ রাই পাচ্ছেন পদ্মভূষণ পুরস্কার। এই খবর প্রকাশ্যে আসার পরই আনন্দে আত্মহারা অনুপম খের জানিয়েছেন, এটাই তার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি।
এছাড়াও পদ্মভূষণ প্রাপকের তালিকায় রয়েছে ক্রীড়াব্যক্তিত্ব সানিয়া মির্জা ও সাইনা নেহওয়াল, বেনেট কোলম্যান অ্যান্ড কোম্পানির ইন্দু জৈন ও ভারতে প্রাক্তন মার্কিন রাষ্ট্রদূত রবার্ট ব্ল্যাকউইলের নাম।
এছাড়াও পদ্মশ্রী পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন কোয়ান্টিকো গার্ল প্রিয়াঙ্কা, সিংঘম স্টার অজয় দেবগণ, বাহুবলীর পরিচালক এসএস রাজামৌলী, ভোজপুরী গায়িকা মালিনী অবস্থি ও প্রবীণ আইনজীবী উজ্জ্বল নিকম।
২৫ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন