বিনোদন ডেস্ক : আপনার যখন অভিনেতা, তখন শুরু মুখ বুজে অভিনয় করে যান। তা নাহলে এর পরিণামের জন্য প্রস্তুত থাকেন। এমন ভাষাতেই 'হুমকি' দেয়া হলো বলিউড কিং শাহরুখ খান এবং আমির কানকে। অার এই হুমকিটি দিলেন ভারতের কেন্দ্রীয় মন্ত্রী উমা ভারতী। একটি বেসরকারি টিভি চ্যানেলের অনুষ্ঠানে এসে এমন ভাবেই হুমকি উচ্চারণ করেন উমা।
তিনি বলেন, 'আমির, শাহরুখ, সাইফ আলি খান এবং আরও ৪-৫ জন অভিনেতা রয়েছেন। তাদের উদ্দেশে বলছি, একজন অভিনেতা যখন শুধু অভিনেতা থাকেন তাকে সকলে পছন্দ করেন। রাজনীতির সঙ্গে যুক্ত হতে যাবেন না। আর যদি রাজনীতির সাথে যুক্ত হওয়ার ইচ্ছা থাকে তাহলে অভিনয় ছেড়েদিন। কিন্তু রাজনৈতিক উদ্দেশ্যে কোনো বিচারধারা ব্যক্ত করেন তা হলে তার প্রতিক্রিয়ার জন্যে আপনাকে প্রস্তুত থাকতে হবে। তখন আবার এমন কথা বলবেন না, আমি এদেরশের নাগরীক তাই আমার তা বলার অধিকার আছে। মনে রাখবেন অপর পক্ষেরও কিন্তু সেই একই অধিকার রয়েছে।'
শাহরুখ বা আমির সম্প্রতি দেশ জুড়ে অসহিষ্ণুতা ইস্যুতে মুখ খুলেছিলেন। এর জন্য নানা মহলে অনেক সমালোচনাও হয়েছে তাদের। কিন্তু সাইফ এ সব থেকে সবসমই দূরে ছিলেন। এমনকি স্ত্রী কারিনা কাপুর-ও অসহিষ্ণুতা ইস্যুতে পুরস্কার ফেরত দেওয়ার বিরুদ্ধেই মুখ খুলেছিলেন। অথচ সাইফের নাম উমা কেন উল্লেখ করলেন তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। উমা-র মতে, অভিনেতা-অভিনেত্রীদের হয় শুধু অভিনয় করা উচিত নয়তো সামাজিক কাজ। এ প্রসঙ্গে তিনি অ্যাঞ্জেলিনা জোলি-র নামও উল্লেখ করেন।
তিনি আরো বলেন, 'যদি আপনি অভিনেতা হওয়ার সঙ্গে সঙ্গে এটা চান যে আপনার জনপ্রিয়তা বজায় থাকুন, আবার সমালোচকদের প্রতি আপনি খড়গহস্ত হন তা হলে সমস্যা। বাক স্বাধীনতা যেমন তাদের রয়েছে তেমন সকলেরই রয়েছে। সব জিনিস আপনি এক সঙ্গে চাইতে পারেন না।' উমা এও জানান, আমির-শাহরুখের মন্তব্যের কারণে আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের মান সম্মান অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে।
২৫ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই