বিনোদন ডেস্ক : সানি লিওন বললেই যে সব সাহসী দৃশ্য চোখের সামনে ভেসে ওঠে, তার সঙ্গে তার সাম্প্রতিকতম মন্তব্যের কোনও মিলই খুজে পাওয়া মুশকিল। সিনেমা পর্দায় তিনি যতই সাহসী হোন না কেন, বাস্তব জীবনে তিনি নাকি নিতান্তই লাজুক প্রকৃতীর মানুষ! নিজেই একথা জানালেন বলিউড অভিনেত্রী সানি লিওন। সানি বলছেন, তিনি লাজুক প্রকৃতির। তবে এ কথা বিশ্বাস করা যে কঠিন, তা-ও বলেছেন সানি।
পিটিআইকে সানি জানিয়েছেন, ‘কোনও ইভেন্ট বা অনুষ্ঠান বা অ্যাওয়ার্ড শো-তে গেলে আমার লজ্জা লাগে। বাস্তব জীবনে আমি খুবই লাজুক। এটা শুনে অনেকেই হয়ত বিশ্বাস করতে পারবেন না। যেমনটা লোকে টেলিভিশনে দেখেন, সানি কিন্তু বাস্তব জীবনে তেমন নয়, অন্তর্মুখী’।
৩৪ বছর বয়সি অভিনেত্রী সানি যখন বলিউডে পা রেখেছিলেন তখন পরিস্থিতি খুব একটা অনুকূল ছিল না। কিন্তু এখন পরিস্থিতি অনেকটাই বদলে গিয়েছে। প্রথমসারির তারকারাও সোশ্যাল মিডিয়ায় তার মেসেজের উত্তর দেন।
এ ব্যাপারে সানি বলেছেন, ‘আমার গ্রহণযোগ্যতা সম্পর্কে জানি না। আমি মনে করি সবাই আমাকে গ্রহণ করেছেন এবং এ কথাও ভেবেছেন যে, আমি আর কোথাও যাব না। আমি লক্ষ্য করেছি যে, আমি ট্যুইট করলে প্রথমসারির তারকারাও উত্তর দেন’।
উল্লেখ্য, ভারতের বিতর্কিত টিভি রিয়েলিটি শো ‘বিগ বস’-এর সিজন ৫-এর মধ্য দিয়ে বলিউডে পা রাখেন সানি লিওন। এরপর তিনি জিসম-২, এক পেহলি লীলা এবং কুচ কুচ লোচা হ্যায়-এর মত সিনেমায় অভিনয় করেন। আসছে ২৯ জানুয়ারি মুক্তি পেতে চলেছে সানি অভিনীত ছবি ‘মাস্তিজাদে’। ছবিতে তার বিপরীতে অভিনয় করবেন তুষার কাপুর।
২৫ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই