সোমবার, ২৫ জানুয়ারী, ২০১৬, ০৮:৩১:২৯

মার্কিন অভিনেত্রীকে হত্যার হুমকি!

মার্কিন অভিনেত্রীকে হত্যার হুমকি!

বিনোদন ডেস্ক : মার্কিন গায়িকা ও অভিনেত্রী বিয়ন্স নোলসকে হত্যার হুমকি দেয়া হয়েছে।  এ জন্য বিয়ন্স নোলসের মা পুলিশে ফোন করে জানিয়েছেন, এক ব্যক্তি তার মেয়ে বিয়ন্সকে এক পোস্টে হত্যার হুমকি দিয়েছেন।  

আজ এ তথ্য জানিয়েছে যুক্তরাজ্যের মিরর ডটকম।

বিয়ন্সের মা ৫২ বছর বয়সী টিনা লসন পুলিশকে জানিয়েছেন, সামাজিক যোগাযোগের মাধ্যম ইনস্টাগ্রামে তার অ্যাকাউন্টে পোস্ট করা এক ছবির নিচে হত্যার হুমকি দিয়ে একটি মন্তব্য পোস্ট করেছেন সেই ব্যক্তি।  

তিনি জানিয়েছেন, ওই ব্যক্তি বিয়ন্সের ছবির নিচে তার মন্তব্যে লিখেছেন, আমি তোমার মেয়েকে হত্যা করতে যাচ্ছি।  যে ‘কারমেন’’ ছবিতে সে অভিনয় করেছিল তা-ই ফিরে আসছে তাকে তাড়া করতে।

পপ তারকা বিয়ন্স নোলস ২০০১ সালে ‘কারমেন’ ছবির মুখ্য চরিত্রে অভিনয় করেন।  এ ছবির কাহিনীতে তাকে পেছন থেকে পর পর দুটি গুলি করে হত্যা করা হয়।

শুধু সংগীত তারকা হিসেবেই নন, ২০১৪ সালের বিশ্বের ১০০ জন প্রভাবশালী তারকার নামের তালিকা প্রকাশ করেছিল ফোর্বস ম্যাগাজিন। প্রথমবারের মতো এ তালিকায় ঠাঁই হয়েছিল বিয়ন্স নোলসের।

১১৫ মিলিয়ন মার্কিন ডলার আয় করে ২০১৪ সালের তালিকায় শীর্ষস্থান দখল করেছিলেন ৩২ বছর বয়সী এ পপ তারকা।  ৩৪ বছর বয়সী সংগীত তারকা বিয়ন্স নোলস ২০০৯ সালে বড়পর্দায় সর্বশেষ অভিনয় করেন ‘অবসেসড’ ছবিতে।

‘আ স্টার ইজ বর্ন’ ছবির রিমেকে অভিনয় করবেন তিনি।  মার্কিন পপসংগীত তারকা কণ্ঠশিল্পী বিয়ন্স নোলস সংগীত নয়, গত এক বছর ধরে তালিম নিচ্ছেন অভিনয়ের।  চলচ্চিত্রে ভালো কোনো চরিত্রে অভিনয়ের জন্যই তার এ প্রস্তুতি।

‘আ স্টার ইজ বর্ন’ ছবিটি প্রথম নির্মিত হয়েছিল ১৯৩৭ সালে।  এরপর ১৯৫৪ ও ১৯৭৬ সালে আরো দুবার পুনর্নির্মিত হয়।  সূত্র : মিরর/টাইমস অব ইন্ডিয়া
২৫ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে