সোমবার, ২৫ জানুয়ারী, ২০১৬, ০৮:৫৯:০৪

হঠাৎ দৌড়ে এসে নারীর কোলে উঠে পড়ে যুবকটি!

 হঠাৎ দৌড়ে এসে নারীর কোলে উঠে পড়ে যুবকটি!

বিনোদন ডেস্ক : রোববার সন্ধ্যার ঘটনা।  এফডিসির পরিচালক সমিতির সামনের বাগানে হাঁটাহাটি করছিলেন মধ্যবয়সী এক নারী।  পাশেই মস্ত এক দোলনা।  মাঝে মধ্যে সেখানেও বসছিলেন ওই নারী।  

হঠাৎ হাফপ্যান্ট আর টি শার্ট পরা এক যুবক দৌড়ে এসে ওই নারীকে জড়িয়ে ধরেন।  এরপর এক লাফে সেই নারীর কোলে উঠে পড়েন তিনি।  ছেলেটি বারবার নিজেকে আড়াল করার চেষ্টা করছিল, আর নারীটি বলছিলেন, ‘কোল থেকে নেমে যাও, তোমার ভাই দেখলে সর্বনাশ হয়ে যাবে’।

ঘটনা কিন্তু আসলে তা নয়, শ্যুটিংয়ের প্রয়োজনেই এমন ঘটনা ঘটান সাইমন সাদিক।  ‘মায়াবিনী’ ছবির এমন চরিত্রে দেখা যাবে তাকে।  দিনের আলো ফুরিয়ে আসার সঙ্গে সঙ্গেই ছেলেটির মধ্যে ভয় বাসা বাঁধে।  তখন যাকে কাছে পায়, তার কোলেই উঠে পড়ে।

উল্লেখ্য, আকাশ আচার্য্যর পরিচালনায় ‘মায়াবিনী’ ছবিতে সাইমনের বিপরীতে রয়েছেন আইরিন।  এ জুটির প্রথম ছবি এটি।  বর্তমানে এফডিসির বিভিন্ন লোকেশনে ছবিটির শুটিং চলছে।  আগামী মাসে ছবিটির শ্যুটিং করতে নেপালে যাওয়ার কথা রয়েছে তাদের।
২৫ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে