বিনোদন ডেস্ক : আগামীকাল মঙ্গলবার ভারতের প্রজাতন্ত্র দিবসে এবারের প্রধান অতিথি ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদ। ওঁলাদের সঙ্গে মধ্যাহ্নভোজে যোগ দেয়ার জন্য আমন্ত্রণ জানানো হল বলিউড সুপারস্টার শাহরুখ খানকে। তাদের সঙ্গে অতিথি তালিকায় রয়েছেন বচ্চন বাড়ির পুত্রবধূ ঐশ্বরিয়া রাই বচ্চন, চিত্রপরিচালক আদিত্য চোপড়া এবং জন্মসূত্রে ফরাসী অভিনেত্রী কোল্কি কোচলিন। মধ্যাহ্নভোজের আয়োজন করেছেন ভারতে নিযুক্ত ফ্রান্সের দূত ফ্র্যানকোয়েস রিচিয়ার।
ফ্রান্স সরকার সূত্রে খবর এই মধ্যাহ্নভোজে শুধুমাত্র চলচ্চিত্রের বিষয় নিয়েই কথা বলা হবে। শাহরুখকে বাছা হয়েছে কারণ তিনি ২০০৭ সালে বলিউডে তার অনন্য অবদানের জন্যে সেখানকার সরকারের থেকে বিরল সম্মানে ভূষিত হন। ২০১৪ সালে তাকে ফ্রান্সের সর্বোচ্চ নাগরিকত্বের সম্মান প্রদান করা হয়।
ঐশ্বরিয়া যেহেতু কান চলচ্চিত্র উত্সবে নিয়মিত যান এবং শুধু বলিউড অভিনেত্রী হিসেবেই নন, ঐশ্বরিয়া গোটা বিশ্বজুড়েই পরিচিত মুখ। বিশ্বসুন্দরীর আসরে মিস ওয়ার্ল্ডের শিরোপা জেতা, ১৯ বছরের ক্যারিয়ারে বলিউডের পাশাপাশি হলিউডে অভিনয় করে আলোচনার কেন্দ্রবিন্দুতে তিনি। তাই তাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে।
প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ফ্রাঁসোয়া ওলাঁদ তিন দিনের সফরে ভারতে এসেছেন। ২৬ জানুয়ারির কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ গ্রহণ করে এরই মধ্যে ভারতে এসে পৌঁছেছেন ফরাসি প্রেসিডেন্ট। মধ্যাহ্নভোজের আয়োজক ফরাসি রাষ্ট্রদূতসহ উপস্থিত থাকবেন দেশের শীর্ষ মন্ত্রী-আমলারাও।
২৫ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই