সোমবার, ২৫ জানুয়ারী, ২০১৬, ১১:১৩:০৭

‘কোলাভেরি ডি’র সেই ধনুশ এবার হলিউড নায়ক

‘কোলাভেরি ডি’র সেই ধনুশ এবার হলিউড নায়ক

বিনোদন ডেস্ক : তামিল ছবির গণ্ডি পেরিয়ে ধনুশ এখন বলিউড সিনেমাপ্রেমীদের কাছে পরিচিত নাম। ‘কোলাভেরি ডি’ গানটি গেয়ে তুমুল জনপ্রিয়তার পরে অমিতাভ বচ্চনের সঙ্গে ‘শামিতাভ’-এর মতো ছবিতে অভিনয় করেছেন। এবার সেই ধনুশ চললেন হলিউডের পথে।

আর তার নায়িকা হলেন হলিউড অভিনেত্রী উমা থারম্যান। ‘কিল বিল’ সিনেমটি যারা দেখেছেন তারা উমাকে চিনবেন না, এমনটা হতেই পারে না। সেই সাহসিনীই বলিউডে ধনুশের বিপরীতে ছবির নায়িকা হতে যাচ্ছেন। তাতেই শেষ নয়। উমার সঙ্গে থাকছেন ‘পার্সি জ্যাকসন’, ‘ট্রু ডিটেকটিভ’-খ্যাত আলেসান্দ্রো দাদ্দারিও।

তবে ছবির নাম শুনলে চমকে উঠতে হবে। দীর্ঘ নামটি হল, ‘দি এক্সট্রাঅর্ডিনারি জার্নি অফ আ ফকির হু গট ট্র্যাপড ইন অ্যান ইকিয়া কাবার্ড’। ভারত, ফ্রান্স, মরক্কো এবং ইতালিতে ছবির শ্যুটিং হবে।
২৫ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে