বিনোদন ডেস্ক : সম্প্রতি নিজের ফিটনেস দেখিয়ে সবাইকে চমকে দিয়েছেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া। শোনা যাচ্ছে ধুম সিরিজের চতুর্থ ছবি ধুম ৪ রিলোডেড-এ হৃতিক রোশনের সঙ্গে সুযোগ পেয়েছেন পরিণীতি। তবে বলিউড পাড়া এখন জোরালো খবর, ইন্ডাস্টিতে কাজের জন্য অনেক ঘাম ঝরাতে হচ্ছে পরিণীতিকে। তাই আরও কিছুদিন অপেক্ষা করে বলিউড ছাড়ার কথাই ভাবনাচিন্তা করছেন প্রাণবন্ত এই অভিনেত্রী।
২০১৪ সালে 'কিল দিল' ছবিতে শেষবার দেখা গিয়েছিল পরিণীতিকে। তাও প্রায় দুবছর হতে চলল। তারপর থেকে এখন পর্যন্ত আর কোনো ছবিতে তাকে দেখা যায়নি। তা বলে পরিণীতির মাঝে কোনো প্রকার দুশ্চিন্তাও নেই। পরিণীতির কথায়,যদি বলিউডে সব ঠিক ঠাক আমার পক্ষে না হয়, তাহলে বলিউডে বাইরে অন্য ধরনের কাজ করতেও তিনি প্রস্তুত।
একটি দৈনিকে সাক্ষাৎকার দিতে গিয়ে পরিণীতি বলেন, 'আমার ক্ষেত্রে করো বা মরো-র মতো পরিস্থিতি নয়। হওয়া উচিতও নয়। যদি বলিউড আমার জন্য ক্লিক না করে তাহলে জীবনে অন্য কিছু করার কথা ভাবব। এখন আমি বলিউডের অংশ থাকতে চাই এবং ভাল করে কাজ করতে চাই।'
পরিণীতির কথায়, 'ব্যর্থতা কোনও ব্যক্তির জীবনকে প্রভাবিত করা উচিত নয়। অন্যান্য অভিনেতা-অভিনেত্রীদের ক্ষেত্রেও বলছি যদি কোনো কিছু তাদের পক্ষে কাজ না করে, আমি আশা করি তাদের সেই প্রতিভা আছে যে তারা অন্যকিছু করে নতুন জীবন পেতে পারেন। আমাদের ব্যর্থতা আমাদের জীবনকে খারাপভাবে প্রভাবিত করা উচিত নয়।'
২৫ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই