বিনোদন ডেস্ক : ভারতের দ্বিতীয় সর্বোচ্চ অসামরিক সম্মাননা পদ্মবিভূষণ সম্মান পেলেন রজনীকান্ত। সিনেমা এবং সমাজে তার অবদানের কথা মাথায় রেখে এই সম্মান। পদ্মভূষণ-প্রাপ্তদের তালিকায় রয়েছে অনুপম খেরের নাম।
সুপারস্টার রজনীকান্তের সাথে সাথে পদ্মবিভূষণ সম্মান পেলেন যামিনী কৃষ্ণমূর্তি, গিরিজা দেবী, রামোজি রাও, শ্রী শ্রী রবিশঙ্কর, বিশ্বনাথন শান্তা।
পদ্মভূষণ পেয়েছেন অভিনেতা অনুপম খের, ব্যাটমিন্টন তারকা সাইনা নেহওয়াল, টেনিস তারকা সানিয়া মির্জা, সংগীত শিল্পী উদিত নারায়ণ, রাম সুতার, বিনোদ রাই, হেশনাম কানহাইলাল, বরজিন্দর সিংহ হমদর্দ, স্বামী তেজোময়ানন্দ, এন এস রামানুজ টাটাচার্য, ডি নাগেশ্বর রেড্ডি, রবার্ট ব্ল্যাকওয়েল, ইন্দু জৈন।
পদ্মশ্রী পেয়েছেন উজ্জ্বল নিকম, অজয় দেবগণ এবং প্রিয়াঙ্কা চোপড়া।
২৬ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ/এসএস/এসবি