বিনোদন ডেস্ক : কলকাতা লিটেরারি মিটের জমে ওঠা সন্ধ্যা। ভিক্টোরিয়া মেমরিয়াল ঝকঝক করছে তার তার নিজস্ব মহিমায়। আর পূব দিকের মাঠে সামিয়ানা ছাড়িয়ে শ্রোতার ঢল যে মঞ্চ ঘিরে, তাতে পান্না-সবুজ পোশাকে ঝকঝক করছেন যিনি, তার দ্যুতির উৎস তার ব্যক্তিত্ব। বলিউড অভিনেত্রী টাবু-কে একেবারে নিজের করেই পেলেন কলকাতার মানুষ সিলভার স্ক্রিনের সীমনা ছাড়িয়ে।
লিট মিট-এ টাবুর মতো বলিউড-গ্ল্যামারের উপস্থিতি নিযে কলকাতার সারস্বত আঁতেলদের মিনমিনে আপত্তি খানিকক্ষণের মধ্যেই ধুয়ে গেল তার আন্তরিকতায়। মঞ্চের প্রশ্নোত্তর পর্বে বার বার উঠে এল তার অভিনীত নারী-চরিত্রগুলির অন্তরমহলের খাসখবর। ‘অস্তিত্ব’, ‘চিনি কম’ থেকে সাম্প্রতিক ‘হায়দার’— ঘোরাফেরা করলো উপমহাদেশের নারীর বৈচিত্র্যময় ‘আপন কথা’।
এমনটা হতেই পারে। একজন সেলিব্রেটি অভিনেত্রীর কাছ থেকে সুচিন্তিত বক্তব্য শোনা যাবে, সেটা স্বাভাবিক। কিন্তু শ্রোতাদের কানকে স্তম্ভিত করে দিলেন টাবু ওপেন সেশনে। শ্রোতাদের তরফ থেকে একের পরে এক প্রশ্ন। বেশির ভাগই ইংরেজিতে। কখনও কখনও স্মার্ট হিন্দিতেও।
একেবারে শেষ প্রশ্নটি কেমন করে যেন উপচে এলো খাঁটি বাংলায়— ‘‘আপনার ভাবনার মৌলিক। পড়ার অভ্যেসও সাবলীল। আপনি লেখেন না কেন? কোনও বই লেখার ইচ্ছে কি রয়েছে?’’ একটুও থমকালেন না ৪৪ বছরের ব্যক্তিত্বময়ী এই অভিনেত্রী। জড়তাহীন বাংলাতেই বলে উঠলেন— ‘‘বই লেখার কথা বলছেন? ভাবিনি যে, তা নয়। চেষ্টা করব লিখতে।’’
শীতের সারস্বত কলকাতা আর একটু রূপসী হয়ে উঠল যেন। আর কোনও কথা না বলে স্টেজ থেকে নেমে গেলেন ‘মকবুল’, ‘হায়দার’-এর নায়িকা। তার কন্ঠে বাংলা শুনে দশর্কাসনে তখন হাততালির ঝড়।
২৬ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ/এসএস/এসবি