বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী, ২০২৩, ০৫:২৭:৪৭

শাহরুখের কাছে বিজয় সেতুপতির 'বিশেষ আবদার'

শাহরুখের কাছে বিজয় সেতুপতির 'বিশেষ আবদার'

বিনোদন ডেস্ক: গত শুক্রবার মুক্তি পেয়েছে নতুন ফর্জির ট্রেলার। ছকভাঙা চরিত্রে শাহিদের কিছুক্ষণের উপস্থিতি নজর কেড়েছে দর্শকের। ওটিটি রিলিজ ফর্জিতে শাহিদের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন দক্ষিণী তারকা বিজয় সেতুপতিতে। 

এরপর শাহরুখের আগামী ছবি জওয়ানেও দেখা যাবে বিজয়কে। সর্বভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডেকে সাক্ষাৎকার দিয়েছেন দক্ষিণের এই জনপ্রিয় অভিনেতা। শাহরুখ খানের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা প্রসঙ্গে তার কাছে জানতে চাওয়া হয়। 

উত্তরে বিজয় জানান, শাহরুখের মতো জেন্টলম্যানের সঙ্গে কাজ করার এক দারুণ অভিজ্ঞতা সঞ্চার করেছেন তিনি। সেই সঙ্গে মনের ইচ্ছেপ্রকাশ করে জানান, শাহরুখের জন্য খারাপ ছেলে হতে চান...। শাহরুখের কাছে 'বিশেষ আবদার' জানান বিজয় সেতুপতি।

বিজয় বলেন, "ভিগনেশ-নয়নতারার বিয়েতে শাহরুখের সঙ্গে দেখা হয়। সেই সময় আমি শাহরুখকে বলেছিলাম আপনার জন্য বাজে ছেলে হতে চাই স্যার। আশা দিয়েছিলেন সিনেমায় নিশ্চয়ই আমাকে কাস্ট করান হবে। এরপর জওয়ান তৈরি হল।" 

দক্ষিণী তারকা শাহরুখের সঙ্গে কাজের অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে বলেন, "উনি একজন জেন্টলম্যান। উনার সঙ্গে কাজ করে খুব খুশি। মানুষকে সম্মান করতে জানেন। অস্ট্রেলিয়ায় মেলবোরিন ফিল্ম ফেস্টিভ্যালে প্রথমবার শাহরুখের সঙ্গে দেখা হয়েছিল। বেশ খুশি হয়েছিলাম। আমরা বাইরে দাঁড়িয়েছিলাম। পরে আমাদের ভিতরে ডেকে নেয়া হয়। আমি আর আমার টিম ভিতরে ঢুকে নিজের জন্য চেয়ার খুঁজে পাচ্ছিলাম না। পরে দেখলাম সেটি শাহরুখ স্যারের কাছে।"

উৎসবের পরে যে পার্টির আয়োজন করা হয়েছিল সেখানে শাহরুখের সঙ্গে আরও একবার দেখা হয় বিজয়ের। সেখানে দক্ষিণী তারকাকে ডেকে কথা বলেছিলেন কিং খান। বিজয় সেতুপতি অভিনীত বিক্রম বেদা ছবিটি শাহরুখের ভালো লেগেছে শুনে খুশি হয়েছিলেন অভিনেতা।

জওয়ানের সেটে শাহরুখ সবসময় সাহায্য করেছেন বিজয়কে। এই প্রসঙ্গে তিন বলেন, "প্রথমদিন শ্যুটিংয়ে আমি নার্ভাস ছিলাম। বাচ্চাদের মতো আমার খেয়াল রাখতেন। তবে প্রথমদিন শাহরুখের সঙ্গে কোন দৃশ্য একসঙ্গে শ্যুট করিনি। সব মিলিয়ে শাহরুখের সঙ্গে কাজের অভিজ্ঞতা ফাটাফাটি।" 

অ্যাটলি কুমার পরিচালিত জওয়ান মুক্তির দিন এখনও চূড়ান্ত হয়নি। তবে নতুন বছরের শেষেই মুক্তি পাবে শাহরুখের পরবর্তী ছবি। ফর্জি সিরিজে অসাধারণ অবতারে দেখা মিলেছে দক্ষিণের স্টার বিজয় সেতুপতির। তুখোড় অভিনয়ের ঝলকে মুগ্ধ দর্শক। 

এই সিরিজে বিজয় সেতুপতিকে এক পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। শাহরুখের জন্য 'বাজে ছেলে' হয়ে জওয়ানে বিজয় তার বিজয় রথ এগিয়ে নিয়ে যেতে পারেন কিনা এখন সেটাই দেখার।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে