মঙ্গলবার, ২৬ জানুয়ারী, ২০১৬, ০২:৩১:২৮

নতুন ইচ্ছা কথা জানালেন মিষ্টি জান্নাত

নতুন ইচ্ছা কথা জানালেন মিষ্টি জান্নাত

বিনোদন ডেস্ক : বাংলাদেশের সিনেমায় মাহিয়া মাহি, ববি, পরীমণির পর এবার প্রযোজকের খাতায় নাম লিখিয়েছেন মিষ্টি জান্নাত। মিষ্টি তার নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান 'হ্যাভেন মাল্টিমিডিয়া' থেকে দু'টি নিজস্ব প্রযোজনায় এবং দু'টি ওপার বাংলার সঙ্গে যৌথ প্রযোজনায় সিনেমা নির্মাণ করছেন।

প্রযোজনার প্রথম সিনেমা হিসেবে কলকাতার নায়ক সোহমের সঙ্গে 'আমার প্রেম তুমি'-তে কাজ শুরু করেছেন আগেই। এছাড়াও 'হ্যাভেন মাল্টিমিডিয়া' থেকে নির্মিত হচ্ছে যৌথ প্রযোজনায় আরেকটি সিনেমা 'নকশী কাঁথার মাঠ'।

এ বছরই নিজস্ব প্রযোজনায় সবগুলো সিনেমা শুরু করার ইচ্ছা মিষ্টি জান্নাতের। তাই অন্যের প্রযোজনার সিনেমায় নাম লেখাতে চাইছেন না। পাশাপাশি ডাক্তারি পড়াশুনাটাও চালিয়ে যেতে চান।

মিষ্টি জানান, ডাক্তারি পড়াশুনার কারণে বেশ কিছুদিন অভিনয় থেকে খানিকটা দূরে ছিলেন। পড়াশোনা প্রায় শেষের দিকে। এখন নিজের প্রযোজনার ছবিগুলো হাতে রয়েছে। তাই এ বছর তার ব্যস্ততার মধ্যেই যাবে। ২০১৭ সাল থেকে ফের নিজের প্রযোজনার বাইরে অন্যদের সিনেমাতেও নিয়মিত হওয়ার ইচ্ছা।

এছাড়া শুধুমাত্র বাংলাদেশি সিনেমা হিসেবে তিনি প্রযোজনা করবেন শাকিব খান ও বাপ্পিকে নিয়ে দুটি সিনেমা। ছবি দু'টো নিয়ে আলোচনা চলছে।

২৬ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে