মঙ্গলবার, ২৬ জানুয়ারী, ২০১৬, ০৫:০৮:১৩

মুক্তির প্রথমেই অক্ষয়ের 'এয়ারলিফট'-এ বাজিমাত

মুক্তির প্রথমেই অক্ষয়ের 'এয়ারলিফট'-এ বাজিমাত

বিনোদন ডেস্ক : মুক্তির প্রথম দিনেই অক্ষয় কুমারের নতুন সিনেমা 'এয়ারলিফট' বলিউড বক্স অফিসে বাজিমাত করেছে। ভারতীয় ট্যাবলয়েড মিড ডে জানায়, শুক্রবার মুক্তি পাওয়া এ ছবিটি প্রথম দিনেই আয় করেছে ১২ কোটি ৩৫ লাখ রুপি।

১৯৯০ সালের ইরাক-কুয়েত যুদ্ধের সময় ভারতীয়দের উদ্ধারের গল্প নিয়েই মূলত তৈরি করা হয়েছে 'এয়ারলিফট' সিনেমা। সিনেমার বিষয়ে বলিউডের বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শ জানিয়েছেন, মুক্তির প্রথম দিনেই দর্শকদের কাছ থেকে ভালো সাড়া পেয়েছে ছবিটি। সপ্তাহ শেষে এই আয় দ্বিগুণ হতে পারে।

রাজা কৃষ্ণা মেনন পরিচালিত সিনেমাটিতে অভিনয় করেছেন অক্ষয় কুমার, নিমরাত কৌর, ফেরইয়ান ওয়াজহির, পুরব কোহলি প্রমুখ।

এর আগে গত বছর মুক্তি পাওয়া অক্ষয় কুমারের ‘বেবি’ ছবিটি মুক্তির প্রথম দিনে আয় করেছিল ৯ কোটি ৩০ লাখ রুপি। এ বছর মুক্তি পাওয়া তিনটি ছবির মধ্যে এখন পর্যন্ত প্রথম দিনের সর্বোচ্চ আয় ‘এয়ারলিফট’ ছবিটির।

২৬ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে