বিনোদন ডেস্ক : পরীমনি ও সিয়াম আহমেদ অভিনীত বহুল আলোচিত শিশুতোষ সিনেমা ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ দেশের ১৭টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। মুহম্মদ জাফর ইকবালের ‘রাতুলের রাত রাতুলের দিন’ উপন্যাস অবলম্বনে সরকারি অনুদানে সিনেমাটি নির্মাণ করেছেন আবু রায়হান জুয়েল।
সিনেমাটি নিয়ে উচ্ছ্বাসের শেষ নেই নায়িকা পরীমনি।ছবিটির প্রচারণায় ব্যস্ত সময় কাটিয়েছেন পরীমনি। নির্মাতাসহ শিশুদের নিয়ে ছুটে গেছেন বিভিন্ন স্কুলে।
শনিবার পরীমণি তার ফেসবুক অ্যাকাউন্ট ও ভেরিফাইড পেজে একটা ভিডিও শেয়ার করেন। যেখানে ফারিয়া খন্দকার নামে একজনকে নৃত্য করতে দেখা যায়। ওই ভিডিওর ক্যাপশনে পরীমণি লেখেন, ফারিয়া খন্দকার আপু আমি সত্যি অবাক, মুগ্ধ। কি যে সুন্দর।
নৃত্য করা ভিডিওর ওই নারী কমেন্ট করে লেখেন, অনেক ভালোবাসা। এটা শুধু মাত্র তোমার জন্য। তোমার নতুন সিনেমার জন্য অনেক অভিনন্দন। বিশ্বাস করি তুমি জয়ী হবেই।