বিনোদন ডেস্ক : ভারত অসহিষ্ণু দেশ, এমন কথা আমির খান কখনই বলেন নি। সংবাদমাধ্যম তার বক্তব্যের অপব্যাখ্যা করেছে বলে তিনি দাবী করেছেন।
অসহিষ্ণুতা প্রশ্নে বলিউডের এই সুপারস্টার ফের মুখে খুলে এমন দাবীই করেছেন। মুম্বাইয়ে এক সাংবাদিক বৈঠকে আমির খান ওই দাবী করেন।
তিনি বলেন, ‘আমি কখনও বলিনি যে ভারত অসহিষ্ণু বা দেশ ছেড়ে চলে যেতে চাই। আমি জানি, আমার মন্তব্যে অনেকেই আঘাত পেয়েছেন। কিন্তু আমার মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছিল এবং তার জন্য দায়ী কয়েকটি সংবাদসংস্থা। আমি এ দেশে জন্মেছি, এ দেশেই মরতে চাই।’
আমির খানের দাবি, তার অভিনীত ছবিগুলি দেখলে যে কেউ বুঝতে পারবেন যে, তিনি বরাবর দেশ গঠনে সাহায্য করতে চেয়েছেন।
তার মতে, ‘ভারত বহু ভাষাভাষী এবং সংস্কৃতির দেশ।... অন্য কোনও দেশে এত বৈচিত্র নেই। দু’সপ্তাহের বেশি দেশ ছেড়ে থাকতে পারি না।’ আমিরের আফশোস, এর পরেও লোকে তাকে ভুল বুঝেছেন।
২৬ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন