বিনোদন ডেস্ক : অসহিষ্ণুতা নিয়ে মুখ খুলে বেশ বিপাকে ছিলেন বলিউড সুপারস্টার আমির খান। রাজনৈতিক নেতা-নেত্রী তো বটেই, নিজের সহকর্মীদ্বারাও নানা কত্থক আক্রমণের শিকার হয়েছিলেন এই অভিনেতা। এরমধ্যে অন্যতম ছিলেন, পরেশ রাওয়াল ও অনুপম খের।
এদিকে এবার এই অভিনেতাকে কটাক্ষ করে বক্তব্য রাখলেন বলিউডের খিলাড়ীখ্যাত অভিনেতা অক্ষয় কুমার ও শক্তিমান অভিনেতা শত্রুঘ্ন সিন্হা।
সম্প্রতি অক্ষয় কুমার কোন রকম রাগ-ঢাক না করেই অামির খানকে সরাসরি আক্রমণ করেন।
একটি টেলিভিশন চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে আমির খানকে উদ্দেশ্য করে অক্ষয় কুমার বলেছেন, ‘প্রতিটি দেশেই বিভিন্ন সময়ে পরিস্থিতির পরিবর্তন ঘটে। তা বলে আপনি এ ধরনের চরম মন্তব্য করতে পারেন না।’
বিজেপি’র ‘ঘনিষ্ঠ’ অক্ষয়ের মতে, দেশে অনেক ভাল কিছুও ঘটছে। কিন্তু তা নিয়ে কেউ মন্তব্য করেন না। তার কথায়, ‘খারাপ জিনিস খুঁচিয়ে বার করা আমাদের অভ্যাসে পরিণত হয়েছে। দুর্ভাগ্যজনক। অবশ্য সকলেরই মতপ্রকাশের স্বাধীনতা রয়েছে।’
বলিউডের আরেক প্রবীণ অভিনেতা শত্রুঘ্ন সিন্হাও একইদিন অক্ষয়কেই কার্যত সমর্থন করেছেন। জয়পুর সাহিত্য উৎসবে তিনি আজ বলেছেন, ‘বলিউডের অনেক অভিনেতাই সম্প্রতি অসহিষ্ণুতা নিয়ে সরব হয়েছেন। কিন্তু তা ছেলেমানুষি ছাড়া আর কিছুই নয়।’
২৬ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন