মঙ্গলবার, ২৬ জানুয়ারী, ২০১৬, ১২:০২:৫৬

সানি দেওলের কাছে ক্ষমা চাইলেন সানি লিওন

সানি দেওলের কাছে ক্ষমা চাইলেন সানি লিওন

বিনোদন ডেস্ক : বলিউডে বর্তমানে দুইজন সানি রয়েছেন। এর একজনের শেষে ‘লিওন’ অন্যজনের শেষে ‘দেওল’। তবে লিওনের জন্য প্রায় সময় বিপাকে পড়তে হয় দেওলকে।

দেখা যাচ্ছে যে, গুগোল সার্চে দেওলকে খুঁজতে গেলে লিওন এসে ঠায় দাঁড়িয়ে থাকছেন! যা দেওলের কাছে চরম বিব্রতকর কাণ্ড। এছাড়াও অনেক সময় অনেক লেখাতে লিওনকে টানতে গিয়ে যে শিরোনাম করা হয়, সে শিরোনাম দেখে প্রথমে অনেকেই মনে করেন এই বুঝি দেওল!

তবে সানি লিওনের জন্য সানি দেওলকে বিব্রতকর অবস্থায় পড়ার জন্য সানি লিওন এবার ক্ষমা চেয়েছেন সানি দেওলের কাছে। নিছক মজা থেকেই 'সানি দেওয়লের কাছে প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন সানি লিওন'।

সানি দেওলকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘আমাদের নিয়ে যে 'ভয়ানক' রসিকতা গুলো করা হয়, তার জন্যে আমি দুঃখিত। আমাকে ক্ষমা করে দিন। এমন রসিকতা গুলোর জন্য দায়ী একমাত্র আমি’।
২৬ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে