মঙ্গলবার, ২৬ জানুয়ারী, ২০১৬, ০১:৩৭:৩০

এবার ক্রিকেট মাঠে সেই লাক্স-সুন্দরী

এবার ক্রিকেট মাঠে সেই লাক্স-সুন্দরী

বিনোদন ডেস্ক : শুরু হতে যাচ্ছে ১৬ জাতি অনুর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ। ২৭ জানুয়ারি থেকে বাংলাদেশের ভেন্যুতে শুরু হবে এই টুর্নামেন্ট।

এদিন চট্টগ্রামে স্বাগতিক বাংলাদেশের প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকার খেলা দিয়ে শুরু হবে বিশ্বকাপের উদ্বোধনী খেলা। ১৪ ফেব্রুয়ারি মিরপুরে হবে এবারের বিশ্বাকাপের ফাইনাল।

এদিকে এবারের বিশ্বকাপ উপলক্ষে ফান শো এবং সেলিব্রেটি শো-এর আয়োজন করেছেন বেসরকারি টিভি চ্যানেল জিটিভি। আর এই অনুষ্ঠানটি উপস্থাপনা লাক্স সুন্দরী মুমতাহিনা টয়া।

টয়া অভিনয় নিয়ে নিয়মিত ব্যস্ত থাকলেও মাঝেমধ্যে তিনি বিভিন্ন অনুষ্ঠান উপস্থাপনা করে থাকেন। তবে এবাই প্রথম ক্রিকেট নিয়ে আয়োজিত কোন অনুষ্ঠান উপস্থাপনা করতে চলেছেন তিনি।

জানা গেছে সব ক’টি ম্যাচের শুরুতে এবং মধ্য বিরতিতে জিটিভি সরাসরি সম্প্রচার করবে ক্রিকেট বিষয়ক আলোচনা অনুষ্ঠান ‘ক্রিকেট এক্সট্রা’। আর এই অনুষ্ঠানটির বেশ কয়েকটি পর্ব উপস্থাপনা করবেন টয়া।

টয়া জানিয়েন, ‘নিজেকে তৈরি করেছি পুরো এক সপ্তাহ ক্রিকেট নিয়ে রিসার্চ করে। ক্রিকেটর অনেক বিষয়ই আমার জানা ছিলো না। তাই নিজেকে তৈরি করার জন্যই এই রিসার্চ। আশা করছি ভালো হবে অনুষ্ঠানটি।’
২৬ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে