মঙ্গলবার, ২৬ জানুয়ারী, ২০১৬, ০৩:০৭:০৪

কঙ্গনার সঙ্গে রোমান্স করতে রাজি নন হৃত্বিক!

কঙ্গনার সঙ্গে রোমান্স করতে রাজি নন হৃত্বিক!

বিনোদন ডেস্ক : ২০১৩ সালে নির্মাতা মোহিত সুরির ছবি ‘আশিকি ২’ ছিল ব্লকবাস্টার। বক্স অফিসের রিপোর্টেও ছিলো বেশ ভালো। এ ছবিতে পার্শ্ব-চরিত্রে অভিনয় করে আদিত্য রায় কাপুর তারকা তকমা পেয়েছিলেন। শুধু আদিত্যই নয়, এ ছবির নায়িকা শ্রদ্ধা কাপুরকও ‘আশিকি ২’-এর বদৌলতে পেয়েছেন তারকা খ্যাতিও।

এদিকে ‘আশিকি ২’-এর সফলতার পর এবার শুরু হতে চলেছে ‘আশিকি ৩’ ছবির কাজ। এ ছবিতে কাস্ট করা হয়েছে বলিউডের কৃষখ্যাত সুপারস্টার হৃত্বিক রোশন।

হৃতক নায়ক, তবে তার বিপরীতে নায়িকা কে হচ্ছেন? এ নিয়ে বেশ বেগ পেতে হচ্ছে প্রযোজক মুকেশ ভাটকে। যদিও প্রথমে এই ছবির নায়িকা ঠিক করা হয় সোনম কাপুরকে। কিন্তু অজ্ঞাত কারণে এর থেকে নিজেকে সরিয়ে নেন সোনম।

এরপরই হৃতিকের নায়িকা হিসেবে কঙ্গনা রানাওয়াতের নাম ভাবা হয়। নাম জানানো হয় ছবির নায়ককেও। আর নায়িকার নাম শুনেই নাকি চটেছেন হৃতিক!

একটি সূত্রের দাবি, হৃত্বিক নাকি ছবির কাস্টিং টিমকে অন্য নাম ভাবতে বলেন। শুধু তাই নয়, কঙ্গনার সঙ্গে কাজ করতে তিনি নাকি একেবারেই ‘কমফর্টেবল’ নন। তাই তার নায়িকা হিসেবে অন্য কাউকে ভাবা হোক।
২৬ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে