বিনোদন ডেস্ক : ক্যাটরিনা কাইফের মুক্তি প্রতিক্ষীত ছবি ‘ফিতুর’। খুব শিগগিরই এই নায়িকাকে দেখা যাবে অভিষেক কাপুরের আলোচিত এ ছবিতে। ছবিটি নিয়ে ক্যাটরিনা খুবই আশাবাদী।
প্রখ্যাত লেখক চার্লস ডিকেন্সের ‘গ্রেট এক্সপেক্টেশনস’ উপন্যাসের কাহিনি অবলম্বনে নির্মিত হয়েছে ‘ফিতুর’ ছবিটি। এতে আরও অভিনয় করেছেন আদিত্য রায় কাপুর ও টাবু।
ছবিটি প্রসঙ্গে বলতে গিয়ে ক্যাটরিনা বলেছেন, ‘ছবির কথা যদি বলি তাহলে বলব, “লাভ স্টোরি” বা “প্রেম কাহিনি” আমার প্রিয় বিষয়।’
তবে অনেকের মনেই প্রশ্ন জেগেছে, ক্যাটরিনা কাইফ রোমান্টিক কাহিনির ছবি এত পছন্দ করেন কেন?
এর উত্তরে ক্যাটরিনা কাইফ জানিয়েছেন, ‘আমার মনে হয়, এটি সবচেয়ে সুন্দর বিষয়। কারণ এটি ছবির জন্য চিত্তাকর্ষক বিষয় হিসেবে দর্শককে ধরে রাখে।’
তার মতে, ‘হতে পারে এটা ওপরে টেনে তোলার বিষয়, হতে পারে বিষন্ন কোনো কাহিনি কিংবা উৎসাহিত হওয়ার মতো—কিন্তু প্রেম কাহিনি সংযোগ তৈরি করে। দর্শকের সঙ্গে ছবির সংযোগ ঘটায়।’
এছাড়া তিনি আরও বলেন, প্রেমকাহিনির ছবি হলে এর সঙ্গে নিজেকে তিনি সহজে যুক্ত করতে পারেন।
২৬ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন