মঙ্গলবার, ২৬ জানুয়ারী, ২০১৬, ০৩:৫১:২৯

‘কেয়া কুল হ্যায় হাম’ এবার পাকিস্তানে নিষিদ্ধ

‘কেয়া কুল হ্যায় হাম’ এবার পাকিস্তানে নিষিদ্ধ

বিনোদন ডেস্ক : এবার পাকিস্তানে ‘কেয়া কুল হ্যায় হাম’ ছবির সবরকম প্রচার ও প্রদর্শনি নিষিদ্ধ করা হয়েছে। আফতাব শিবদাশানি এবং তুষার কাপুর অভিনীত ছবিটি পাকিস্তানে দেখানোর উপযুক্ত নয় বলে জানিয়েছে দেশটির সেন্সর বোর্ড কর্তৃপক্ষ।

পাকিস্তানের দ্য সেন্ট্রাল বোর্ড ফর ফিল্ম সার্টিফিকেশন এবং প্রাদেশিক সেন্সর বোর্ড গতকাল সিনেমাটি দেখে ওই সিদ্ধান্ত প্রদান করেছে।

সেন্সর বোর্ড প্রধান মোবাস্সির হাসান জানিয়েছেন, তিনি সিনেমাটিতে কূরুচিপূর্ণ এবং অশালীন সংলাপসহ একের পর এক অশ্লীল দৃশ্য খুঁজে পেয়েছেন।

তিনি বলেন, ‘সিনেমাটি কূরুচিপূর্ণতায় ভরপুর এবং এতে প্রচুর অশালীন সংলাপ রয়েছে। বোর্ড সিনেমাটি প্রদর্শনের জন্য নিষিদ্ধ করেছে।’
২৬ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে