বিনোদন ডেস্ক : প্রিয়াঙ্কা চোপড়া ছবি প্রযোজনা করবেন। এমন ঘোষণা তিনি ইতিমধ্যে দিয়েছেন ভারতীয় সংবাদ মাধ্যমগুলোতে। তবে নতুন খবর হলো, প্রিয়াঙ্কা চোপড়া প্রযোজিত প্রথম ছবির নায়িকা হচ্চেন আনুশকা শর্মা।
গেলো বছর ‘দিল ধাড়াকনে দো’ ছবিতে প্রিয়াঙ্কা ও আনুশকা একসঙ্গে কাজ করেছিলেন। সেখান থেকেই তাদের দু'জনের মধ্যে বেশ ভাব হয়। যার ফলশ্রুতিতে প্রিয়াঙ্কা তার প্রথম প্রযোজিত ছবিতে অনুশকাকেই ভাবছেন।
এই ছবি সংশ্লিষ্ট ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, এ ছবিতে আনুশকা অভিনয় করবেন এক পুলিশ কর্মকর্তার চরিত্রে।
সূত্রটি আরও জানিয়েছে, প্রথমে প্রিয়াঙ্কা চোপড়া এ ছবিতে অভিনয়ও করতে চেয়েছিলেন। কিন্তু পরবর্তীতে তিনি শুধু ছবিটি প্রযোজনার দায়িত্ব নিয়েই থাকতে চেয়েছেন।
২৬ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন