বিনোদন ডেস্ক : কিছুদিন আগে সানি লিওনের প্রশংসা করে তার সাথে অভিনয় করার ইচ্ছে পোষণ করেছিলেন আমির খান। এবার এই অভিনেতা সানি লিওনের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করলেন।
আমির খান অভিনীতি ব্লকবাস্টার ছবি ‘রঙ দে বাসন্তি’র ১০ বছর পূর্তি উপলক্ষে সিনেমা নিয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দেয়াকালে সানি প্রসঙ্গ উঠে আসলে তিনি বলেছেন, ‘নারী হিসেবে সানি লিওনকে শ্রদ্ধা করেন তিনি’।
এদিকে এর আগে সাংবাদিক ভুপেন্দ্র চৌবেরের এক সাক্ষাৎকারে সানি লিওনকে বিতর্কীত তারকা হওয়া নিয়ে নানা প্রশ্ন করা হয়। শুধু প্রশ্ন নয়, তার অতীত নিয়েও তীর্যক মন্তব্য করে খোঁচা দেওয়া হয়েছিল। তবে সেসময় সানি লিওন মাথা ঠান্ডা রেখেই উত্তর দিয়েছিলেন।
ওই সাক্ষাৎকারটি প্রচার হওয়ার পরপরই উপস্থাপকের সমালোচনা এবং সানির প্রশংসায় মুখর হয়ে ওঠেন সকলে। সেসময়ই সানি লিওনের প্রশংসা করে তার সাথে অভিনয়ের ইচ্ছে পোষণ করেন আমির।
আমির খান বলেন, ‘আমি যখন তার সাক্ষাৎকারটি দেখছিলাম তাকে যেভাবে প্রশ্ন করা হয়েছে সেটি আমার খারাপ লেগেছে। আমি অনেক কষ্ট পেয়েছি। যদি গল্প ঠিক থাকে এবং সিনেমার চরিত্র পছন্দ হয় তাহলে তার সঙ্গে অভিনয় করতে আমার কোনো আপত্তি নেই। মানুষ এবং একজন নারী হিসেবে তাকে আমি শ্রদ্ধা করি। সানির ব্যক্তিগত জীবন নিয়ে আমার কোনো সমস্যা নেই। আমি আশা করছি তিনিও আমার সঙ্গে অভিনয় করতে রাজি হবেন।’
এর আগে সাক্ষাৎকারটি দেখে মাইক্রোব্লগিং সাইট টুইটারে আমির লিখেছিলেন, ‘সানি, আমি তোমার সঙ্গে কাজ করতে পারলে খুশিই হবো। তোমার অতীত নিয়ে সত্যিই আমার কোনো সমস্যা নেই, যেমনটা দেখাতে চাওয়া হয়েছে ইন্টারভিউতে। প্রার্থনা করি, মঙ্গল হোক তোমার। ভালোবাসা জানাই।’
২৬ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন