বিনোদন ডেস্ক : ফরাসি প্রেসিডেন্ট ফ্রসোয়া ওঁলাদের সঙ্গে মধ্যাহ্ন ভোজ করেছেন বলিউডের বচ্চন বধূ ঐশ্বরিয়া রাই বচ্চন।
মঙ্গলবার ভারতের প্রজাতন্ত্র দিবসে ভারতে অবস্থিত ফ্রান্স দূতাবাসে এই আমন্ত্রণ গ্রহণ করেন বচ্চন বধূ।
এই ভোজে ঐশ্বরিয়া ছাড়াও শাহরুখ খান ও ইয়াশ রাজ ফিল্মসের কর্ণধার আদিত্য চোপড়াকে আমন্ত্রণ জানানো হয়েছিল।
ষোলআনা ভারতীয় নারীর সাজে সেই মধ্যাহ্নভোজে অংশ নিয়েছিলেন ঐশ্বরিয়া। লাল ও গোলাপি রঙের শাড়িতে অনেক বেশি মোহনীয় লেগেছে এই বলিউড অভিনেত্রীকে। শাড়িটি ডিজাইন করেছেন স্বাতী ও সুনয়না। সোনালি রঙের গয়না, লাল টিপ ও লিপস্টিক এবং চুলে লাল রঙের গোলাপ ফুলে সেজেছিলেন তিনি।
প্রজাতন্ত্রে দিবসে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ পেয়ে তিনদিনের সফরে ভারতে এসেছেন ফরাসি এই প্রেসিডেন্ট।
২৬ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন