বিনোদন ডেস্ক : চিত্রনায়ক জায়েদ খান ও চিত্রনায়িকা ববি পেলেন শালমান শাহ্ স্মৃতি পদক। অমর নায়ক সালমান শাহ্র ৪৪তম জন্মবার্ষিকী উপলক্ষে তাদেরকে সেরা অভিনয়শিল্পীর ক্যাটাগরিতে ওই পদক দেয়া হয়েছে।
তিন বছর ধরে সালমান শাহ স্মৃতি পরিষদ চলচ্চিত্র-সংশ্লিষ্ট ১৬টি ক্যাটাগরিতে এই পুরস্কার দিয়ে আসছে। সে ধারাবাহিকতায় শনিবার সন্ধ্যায় বিএফডিসির চত্বরের উন্মুক্ত মঞ্চে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সালমান শাহের মা নীলা চৌধুরী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু, সোহানুর রহমান সোহান, চিত্রনায়ক রুবেল ও অমিত হাসান।
পুরস্কার পাওয়ার বিষয়টি জেনে জায়েদ খান বলেন, ছোটবেলা থেকেই তার ভক্ত আমি। সালমান শাহ্ অভিনীত প্রায় সব ছবিই আমি দেখেছি। আজ তার স্মৃতি পুরস্কার পাওয়ায় নিজেকে ভাগ্যবান বলে মনে করছি।
ববি বলেন, ‘বিষয়টি জানার পর আমি যেন সত্যিই বাকরুদ্ধ হয়ে গিয়েছিলাম। চলচ্চিত্রে তার যে অভাব তা কখনোই পূরণ করা যাবে না। খুবই আফসোসের বিষয় যে, আমাদের প্রজন্মের কারোরই তার সঙ্গে অভিনয় করার সুযোগ হয়নি। এ ধরনের পুরস্কার আমাকে ভালো কাজের উৎসাহ জোগাবে।’
অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন শিল্পী আগুন, প্রতীক হাসান, বেলাল খান ও সাবা।
সালমান শাহ্ স্মৃতিপরিষদ ২০১৩ সাল থেকে সালমান শাহর জন্মবার্ষিকী উপলক্ষে এই স্মৃতিপদক প্রদান অনুষ্ঠানের আয়োজন করে আসছে। এর আগে সেরা অভিনয়শিল্পীর পুরস্কার পেয়েছেন শাকিব খান, ওমর সানি, মৌসুমী, তানহা তাসনিয়া।
২২ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন